স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার সম্পর্কে লর্ড রিপনের প্রস্তাবগুলো কি ছিল

 

স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার সম্পর্কে লর্ড রিপনের প্রস্তাবগুলো কি ছিল
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার সম্পর্কে লর্ড রিপনের প্রস্তাবগুলো কি ছিল

স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার সম্পর্কে লর্ড রিপনের প্রস্তাবগুলো কি ছিল

  • অথবা, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার সম্পর্কে লর্ড রিপনের প্রস্তাবসমূহ উল্লেখ কর।
  • অথবা, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার সম্পর্কে লর্ড রিপনের প্রস্তাবগুলো সংক্ষেপে লেখ।

উত্তর : ভূমিকা : জেমস মুনরোর নেতৃত্বে চৌকিদারি আইনের কার্যক্রম সম্পর্কে অনুসন্ধান করার জন্য ১৮৮২ সালে। একটি কমিশন গঠন করা হয়েছিল। 

এ কমিটির রিপোর্টে চৌকিদারি আইন জনগণের কল্যাণের জন্য নয়; বরং প্রশাসনিক সুব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য প্রণয়ন করা হয়েছিল। 

এ রিপোর্টের পর লর্ড রিপন স্থানীয় সরকার ব্যবস্থায় কার্যকরী স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য কয়েকটি প্রস্তাব পেশ করেছিলেন।

● স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার সম্পর্কে লর্ড রিপনের প্রস্তাবসমূহ : সর্বপ্রথম বাংলার স্থানীয় সরকারের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনগণের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার প্রচেষ্টা চালান লর্ড রিপন। 

লর্ড রিপন বাংলায় স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালান। তিনি সরাসরি পশ্চিমা স্বশাসন পদ্ধতি চালুর চেষ্টা করেন। ১৮৮২ সালে তার প্রশাসন স্বশাসিত স্থানীয় প্রতিষ্ঠান পর্যায়ক্রমে চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। 

পরবর্তীতে প্রতিনিধিত্বশীল শাসনব্যবস্থা প্রবর্তনের মূলভিত্তি ছিল লর্ড রিপনের প্রস্তাবিত স্থানীয় স্বায়ত্তশাসন। 

লর্ড রিপন মূলত ভারতীয় উপমহাদেশের জনগণকে রাজনৈতিক সচেতনতা প্রদানের জন্য স্থানীয় স্বায়ত্তশাসনের প্রস্তাব উত্থাপন করেছিল। 

স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য রিপন ১৮৮২ সালের ১৮ মে একটি প্রস্তাব পেশ করেছিলেন। 

লর্ড রিপনের প্রস্তাবগুলো ছিল নিম্নরূপ :

১. লর্ড রিপন গ্রামীণ পর্যায়ে মিউনিসিপ্যাল বোর্ডের মতো স্থানীয় বোর্ড চালুর কথা বলেন।

২. এ প্রস্তাবে স্থানীয় বোর্ডের এক-তৃতীয়াংশ সদস্য সরকারি এবং বাকি দুই-তৃতীয়াংশ সদস্য বেসরকারি হবে। 

৩. আর বেসরকারি সদস্যদের অধিকাংশকে নির্বাচিত হতে হবে।

৪. লর্ড রিপন একজন নির্বাচিত বেসরকারি ব্যক্তি বোর্ডের প্রেসিডেন্ট হবে বলে প্রস্তাব করেন।

লর্ড রিপন স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য যে প্রস্তাবগুলো দেন তার মূল লক্ষ্য ছিল—

ক. স্থানীয় বোর্ডে বেসরকারি সদস্যের প্রাধান্য থাকা ।

খ. সরকারি ও বেসরকারি সদস্যের সমন্বয়ে স্থানীয় বোর্ড গঠন করা।

গ. স্থানীয় পর্যায়ে নির্বাচনের অনুশীলন করা ।

ঘ. স্থানীয় সরকারে স্বায়ত্তশাসন প্রদান করা এবং প্রশাসনের হস্তক্ষেপ হ্রাস করা।

ঙ. সর্বোপরি স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে গণতান্ত্রিক চর্চা লাভ করা ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, লর্ড রিপন স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় সরকারের ওপর কেন্দ্রীয় প্রশাসনের হস্তক্ষেপ হ্রাস করতে চেয়েছিলেন। 

পরবর্তীতে লর্ড রিপনের প্রস্তাবের বাস্তবায়নে বেঙ্গল কাউন্সিল ১৮৮৫ সালে লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট পাস করে। এতে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থার বিধান করা হয়। যথা : জেলা বোর্ড, স্থানীয় বোর্ড ও ইউনিয়ন কমিটি ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url