স্বনির্ভর গ্রাম সরকার কী । স্বনির্ভর গ্রাম সরকার সম্পর্কে সংক্ষেপে লেখ
স্বনির্ভর গ্রাম সরকার কী । স্বনির্ভর গ্রাম সরকার সম্পর্কে সংক্ষেপে লেখ |
স্বনির্ভর গ্রাম সরকার কী । স্বনির্ভর গ্রাম সরকার সম্পর্কে সংক্ষেপে লেখ
- অথবা, স্বনির্ভর গ্রাম সরকার ব্যবস্থা বলতে কী বুঝ?
উত্তর : ভূমিকা : ১৯৭৬ সালে জেনারেল জিয়াউর রহমানের নতুন সরকার স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করে। এতে তিন ধরনের গ্রামীণ স্থানীয় সরকার গঠনের বিধান রাখা হয়, যথা ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ ও জেলা পরিষদ ।
পরবর্তীতে ১৯৮০ সালে একটি বিধিমালা প্রণয়নের মাধ্যমে জিয়াউর রহমানের সরকার স্বনির্ভর গ্রাম সরকার গঠন করে। এ স্বনির্ভর গ্রাম সরকার মূলত গ্রামের উন্নয়নমূলক কাজ সম্পাদন এবং শান্তিশৃঙ্খলা রক্ষা করতো।
স্বনির্ভর গ্রাম সরকার : ১৯৮০ সালে জিয়াউর রহমানের সরকার ১৯৭৬ সালের স্থানীয় সরকার অধ্যাদেশের এক সংশোধনীর মাধ্যমে ‘গ্রাম পরিষদ' শব্দটির পরিবর্তন করে 'স্বনির্ভর গ্রাম সরকার' প্রতিষ্ঠা করেন।
এ সংশোধনীর ফলে গ্রামীণ স্থানীয় সরকার কাঠামো চার স্তরবিশিষ্ট হয় । যথা : স্বনির্ভর গ্রাম সরকার, ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ ও জেলা পরিষদ।
নতুন স্থানীয় সরকার কাঠামোতে প্রতিটি গ্রামে একটি স্বনির্ভর গ্রাম সরকার গঠন করা হতো। গ্রাম সরকারের নাম ও সীমানা নির্ধারিত হতো সার্কেল অফিসারের আদেশ জারির মাধ্যমে।
গঠন : স্বনির্ভর গ্রাম সরকারের গঠন ছিল নিম্নরূপ :
১. স্বনির্ভর গ্রাম সরকার গঠিত হতো প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সমন্বয়ে ।
২. প্রতিটি গ্রাম সরকারের সদস্য থাকতো ১১ জন। তন্মধ্যে ১ জন গ্রামপ্রধান, ২ জন মহিলা সদস্য ।
৩. গ্রাম সদস্যগুলোর মধ্যে ২ জন কৃষক প্রতিনিধি, ২ জন যুব প্রতিনিধি, ২ জন মহিলা, ১ জন জেলে এবং বাকি ২ জন অন্য পেশার থাকতো ।
৪. প্রথমত গ্রাম সরকারের মেয়াদ ছিল ৩ বছর এবং পরবর্তীতে দুই বছর বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছিল।
৫. স্বনির্ভর গ্রাম সরকারের সদস্য হওয়ার জন্য শর্ত ছিল নিম্নরূপ :
ক. গ্রামের স্থায়ী বাসিন্দা হওয়া ।
খ. বয়স কমপক্ষে ২৫ বছর হওয়া ।
গ. ভোটার তালিকায় নাম থাকা।
ঘ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য না হওয়া।
কার্যাবলি : স্বনির্ভর গ্রাম সরকারের প্রধান কাজগুলো ছিল নিম্নরূপ :
ক. গ্রামের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা।
খ. গ্রামে সালিশের মাধ্যমে বিবাহবিচ্ছেদের মীমাংসা করা।
গ. জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা ।
ঘ. গণশিক্ষার ব্যবস্থা করা।
ঙ. খাদ্য উৎপাদন বৃদ্ধি করা।
আয়ের উৎসসমূহ : স্বনির্ভর গ্রাম সরকারের তহবিলে অর্থের জোগান হতো নিম্নোক্ত উৎসসমূহ হতে—
ক. ব্যক্তিদের থেকে প্রাপ্ত খাজনা ।
খ. গ্রাম সমবায় সমিতি বা কোনো প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক দান ।
গ. অন্যান্য বৈধ উৎস হতে আয় ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, জিয়াউর রহমানের সরকার ১৯৮০ সালে গ্রাম পরিষদের পরিবর্তে স্বনির্ভর গ্রাম সরকার গঠন করে। সার্কেল অফিসার কর্তৃক স্বনির্ভর গ্রাম সরকার নিয়ন্ত্রিত হতো।
গ্রাম সরকার গ্রামের বিভিন্ন সমস্যার সমাধান, শান্তিশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পাদন করতো। জিয়া সরকার গ্রাম সরকারের ওপর ব্যাপক গুরুত্ব দিলেও তা বিভিন্ন মহল দ্বারা সমালোচিত হয়।