অর্থায়ন কি । অর্থায়ন বলতে কি বুঝায়
অর্থায়ন কি । অর্থায়ন বলতে কি বুঝায় |
অর্থায়ন কি । অর্থায়ন বলতে কি বুঝায়
- অথবা, অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তর : ভূমিকা : স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাঠামো, কার্যাবলি এবং ব্যবস্থাপনায় পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আর্থিক ব্যবস্থাপনাতেও ব্যাপক পরিবর্তন সাধিত হয়।
আয়ের উৎস ও ব্যয়ের খাতে অনেক কিছুই সংযোজন বিয়োজন হয়েছে। আধুনিককালে ২০০৯ সালের স্থানীয় পরিষদ অধ্যাদেশ জারির মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন আনা হয়েছে ।
অর্থায়ন : অর্থায়ন কথাটি মূলত অর্থ থেকেই সৃষ্টি। ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অর্থ তহবিলের পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নীতি ও তত্ত্বাবলিকে অর্থায়ন বলে।
আর এটি যদি ব্যবসায় পরিচালনা ও ব্যবসায়সংক্রান্ত হয় তাহলে একে ব্যবসায় অর্থায়ন বলা হয়। বর্তমানে অর্থায়নকে ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করা হয়।
অর্থায়নের রয়েছে তিনটি উৎস। এর মধ্যে প্রথমটি হচ্ছে স্বল্পমেয়াদি, যেখানে স্বল্পমেয়াদ বলতে ১ বছরের কম সময়কে বুঝানো হয়।
একটি প্রতিষ্ঠানের বেশিরভাগ অর্থায়ন মূলত স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করা হয়, যা এক বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে পরিশোধযোগ্য ।
দ্বিতীয়টি মধ্যমেয়াদি, যেখানে এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি অর্থায়ন হিসেবে পরিগণিত ।
একটি প্রতিষ্ঠান মধ্যমেয়াদি তহবিল ব্যবহার করে ব্যবসায়ের চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মিটায় । তৃতীয়টি দীর্ঘমেয়াদি, যেখানে অর্থায়নের মেয়াদ হচ্ছে ৫ বছর থেকে ঊর্ধ্বে যেকোনো সময়কাল পর্যন্ত।
প্রামাণ্য সংজ্ঞা :
স্কল ও হ্যালি (Schall and Hally) এর মতে, “ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অর্থসংগ্রহ এবং ব্যবহারবিষয়ক ঘটনা, নীতি ও তত্ত্ববিধিই হলো অর্থব্যবস্থাপনা।”
এল. জে. গিটম্যান ( L. J. Gitman) মনে করেন, “অর্থ পরিচালনাসংক্রান্ত কলা ও বিজ্ঞানকে অর্থ ব্যবস্থাপনা বলে।”
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত স্থানীয় সরকারের অর্থের উৎস ছিল সীমাবদ্ধ। সরকারের দেওয়া বিভিন্ন তহবিল ও অনুদানের ওপর নির্ভর করে থাকতে হতো।
পাকিস্তান শাসনামলেও একই অবস্থা বিরাজমান ছিল। তাই সেসময় স্থানীয় জনগণের আর্থিক উন্নয়নে স্থানীয় পরিষদ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি।
তবে বাংলাদেশে স্বাধীনতা-উত্তরকালে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সময়ে পুনর্বিন্যস্ত করা হয়েছে।
এর মধ্যে আর্থিক ব্যবস্থাপনাতে পরিবর্তন আনতে স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানসমূহ এখন অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে।