Eseche Maa Durga Maa Lyrics (এসেছে মা) Keshab Dey | Ankita
Eseche Maa Durga Maa Lyrics গানটি গেয়েছেন Keshab Dey এবং Ankita Bhattacharya। প্রতি বছরের ন্যায় এই বছরেও সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবে ব্রতী হয়েছে সোদপুর "বার্মাসেল ক্লাব" আসন্ন দুর্গোৎসব উপলক্ষে একটি নতুন পুজোর গান "এসেছে মা দুর্গা মা"।
নমস্কার! সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। 🥰আপনাদের
আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের টপিকে আপনাকে স্বাগত!
আমারলোড ব্লগে
প্রযুক্তিগত আপডেট থাকতে
গুগল নিউজে ★ Follow
করুন।
Song details (Eseche Maa Durga Maa Lyrics)
Song Name: Eseche Maa Durga Maa
Singer: Keshab Dey | Ankita Bhattacharya
Lyrics: Somraj Das
Music: Keshab Dey
Music Lable: Raj Chakraborty Entertainment PVT LTD
এসেছে মা দুর্গা মা লিরিক্স
মন মেতেছে, প্রাণ মেতেছে বছর পরে, মা এসেছে
ঢ্যাংকুরাকুর, ঢাকের বোলে আজ
আবেগের এই পঁচাত্তরে, বার্মা-শেলে সবাই মিলে
উৎসবেতে সাজবো রঙিন সাজ।
জমজমাটি আড্ডা গানে, হুল্লোরেতে সবার প্রাণে
উল্লাসে আর আলিঙ্গনে, সাবেকি এই সন্ধিক্ষণে
শহর জুড়ে খুশিরই মেজাজ।
মা এসেছে, মা এসেছে বছর পরে আজ
ঢাকের পিঠে পড়লো কাঠি, জমেছে তল্লাট
মা এসেছে, মা এসেছে বছর পরে আজ
ঢাকের পিঠে পড়লো কাঠি, জমেছে তল্লাট
মা এসেছে, মা এসেছে বছর পরে আজ
ঢাকের পিঠে পড়লো কাঠি, জমেছে তল্লাট
হাসি-গানে সবার মনে, সোহাগের সিঁদুর রঙে
সেজেছে আলোর মেলায় খুশির সীমা নাই
খাওয়া দাওয়া সবাই মিলে, ফাটাফাটি হোক জমিয়ে
বারোয়ারী উৎসবে আজ চলো ভেসে যাই
উড়ছে উড়ুক মন আকাশে, আগমনীর এই বাতাসে
বাংলা নাচে আসর জমাই আজকে মায়ের আটচালাতে
মন মানে না, আর যে কোনো লাজ।
মা এসেছে, মা এসেছে বছর পরে আজ,
ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লাট
মা এসেছে, মা এসেছে বছর পরে আজ
ঢাকের পিঠে পড়লো কাঠি, জমেছে তল্লাট
মা এসেছে, মা এসেছে বছর পরে আজ
ঢাকের পিঠে পড়লো কাঠি, জমেছে তল্লাট।।
Eseche Maa Durga Maa Lyrics
Mon meteche, pran meteche bachar pore, ma esekhe
Dhyankurakur, dhaker bole aj
Abeger ei pocattore, barma-sele sobai mele
Utshobete sajbo raning saj
Jamjomati adda gane, hullorete sober prane
Ullase ar alingane, sabeki ei sandhisane
Sahor jure khusir mejaj
Ma eseche maa eseche bachar pore aj
Dhaker pithe parlo kathi, Jamche tallat
Hasi-gane sobar mone, sohager sidur range
Sejheche alor melay khusir sima nai
Khaoya daoya sobai mile, phataphati hok jamiye
Baroyari utsabe aj calo bhese jai
URche uruk mon akase, agamonir ei batase
Bangla nace asar jomai, ajke mayer atchalate
Mon mane na, ar je kono laj
যদি এই ব্লগটি আপনাদের বিন্দুমাত্র কাজে লেগে থাকে বা উপকারে আসে তবেই আমাদের
স্বার্থকতা। আপনাদের তথ্যের প্রয়োজন মেটাতে আমরা ব্লগিংয়ে নিযুক্ত।
পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। আমারলোড ব্লগে এডুকেশন,
জব সার্কুলার, ফ্রীল্যান্সিং, ও
তথ্যমূলক
ব্লগ পোস্টগুলি প্রচার করে থাকে। আরও জনপ্রিয় ব্লগ পড়তে নীচে স্ক্রোল করুন।