কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ - বাংলাদেশ সময় অনুযায়ী
কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ ও কাতার বিশ্বকাপ ২০২২ সময়সূচী এবং কাতার বিশ্বকাপে কোন কোন দল খেলবে এই বিষয়গুলো নিয়ে আজকের টপিকে আলোচনা।
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের সাথে আলোচনা করবো কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের টপিক।
কাতার বিশ্বকাপের আর কিছুদিন বাকি এরই মধ্যে ফুটবল প্রেমীদের উত্তেজনার কমতি নেই। শহর থেকে গ্রামে সকল স্থানে এর প্রভাব পড়ে গেছে। কয়েক জায়গায় দেখলাম ব্রাজিল, আর্জেন্টিনা পতাকা টানিয়ে তারা তাদের দলকে সমর্থন করছেন।
সমগ্র বিশ্বের তুলনায় বাংলাদেশেও ফুটবল সমর্থক কম নয়। ২১ নভেম্বর থেকে কাতার বিশ্বকাপ ২০২২ শুরু হতে চলেছে।
কাতার বিশ্বকাপে মোট কয়টি দল খেলবে
ফিফার তথ্য অনুযায়ী পুরো পৃথিবীর মধ্যে ২১০টি দেশ অংশগ্রহণ করবে। তবে এই ২১০টি দেশের মধ্যে আবার বাছাই করা হবে। কিন্তু কাতারকে একটি স্বাগতিক দল হিসেবে বিবেচনা করা হয়েছে। সহজভাবে, কাতারে বিশ্বকাপ আয়োজন করা হয়েছে তাই কোন রকম বাছাই পর্ব ছাড়াই সরাসরি তারা কাতার বিশ্বকাপ ২০২২ খেলতে পারবে।
আর বাছাই পর্বের পরে মোট ৩২টি দল (কাতারসহ) অংশগ্রহণ করতে পারবে।
কাতার বিশ্বকাপ ২০২২ কোন কোন দেশ অংশগ্রহণ করছে
ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এখানে চূড়ান্তভাবে মোট ৩২টি দল খেলবে। তবে এই কাতার বিশ্বকাপে কোন কোন দল খেলছে তাদের একটা চার্ট আমি নিচে দিয়ে দিবো।
- গ্রুপ এ ঃ কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ড
- গ্রুপ বি ঃ ইংল্যান্ড, ইরান, ইউএসএ, ওয়েলস
- গ্রুপ সি ঃ আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
- গ্রুপ ডি ঃ ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, টুনিশিয়া
- গ্রুপ ই ঃ স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান
- গ্রুপ এফ ঃ বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
- গ্রুপ জি ঃ ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
- গ্রুপ এইচ ঃ পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া
এছাড়াও আপনাদের বোঝার সুবিধারতে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল চার্ট দেওয়া হল।
উপরের এই ছবিতে কাতার বিশ্বকাপে যে ৩২টি দল খেলবে তার চূড়ান্ত একটি গ্রুপ দেওয়া হল। আশা করি সবাই বুঝতে পারছেন।
কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ বাংলাদেশ সময়
ফিফা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কাতার ফুটবল বিশ্বকাপের সময় সূচি প্রকাশ করেছে অনেক আগেই। তাদের সময় সূচি অনুযায়ী ২১ নভেম্বর, ২০২২ তারিখ হতে শুরু হতে যাচ্ছে Qatar World Cup 2022।
বাংলাদেশ সময় অনুসারে বিকাল ৪টার দিকে কাতার বিশ্বকাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।আহল আল-বাইত নামক একটি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, শুধু তাই নয় সেখানে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
এছাড়া খেলার সময় সূচি কাতার সময়ের সাথে বাংলাদেশে সময় মিলবে না। তাই নিচে বাংলাদেশ সময় অনুযায়ী খেলার সূচি দেওয়া হবে।
- নভেম্বর ২০ : কাতার বনাম ইকুইডর, রাত ১০টা
- নভেম্বর ২১ : ইংল্যান্ড বনাম ইরান, সন্ধ্যা ৭টা
- নভেম্বর ২১, সেনেগাল বনাম নেদারল্যান্ডস, রাত ১০টা
- নভেম্বর ২২, ইউএসএ বনাম ওয়েলস, রাত ১টা
- নভেম্বর ২২, আর্জেন্টিনা বনাম সৌদি আরব, বিকাল ৪টা
- নভেম্বর ২২, ডেনমার্ক বনাম টুনিশিয়া, সন্ধ্যা ৭টা
- নভেম্বর ২২, মেক্সিকো বনাম পোল্যান্ড, রাত ১০টা
- নভেম্বর ২৩, ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া, রাত ১টা
- নভেম্বর ২৩, মরক্কো বনাম ক্রোয়েশিয়া, বিকাল ৪টা
- নভেম্বর ২৩, জার্মানি বনাম জাপান, সন্ধ্যা ৭টা
- নভেম্বর ২৩, স্পেন বনাম কোস্টারিকা, রাত ১০টা
- নভেম্বর ২৪, বেলজিয়াম বনাম কানাডা, রাত ১টা
- নভেম্বর ২৪, সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন, বিকাল ৪টা
- নভেম্বর ২৪, উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া, সন্ধ্যা ৭টা
- নভেম্বর ২৪, পর্তুগাল বনাম ঘানা, রাত ১০টা
- নভেম্বর ২৫, ব্রাজিল বনাম সার্বিয়া, রাত ১টা
- নভেম্বর ২৫, ওয়েলস বনাম ইরান, বিকাল ৪টা
- নভেম্বর ২৫, কাতার বনাম সেনেগাল, সন্ধ্যা ৭টা
- নভেম্বর ২৫, নেদারল্যান্ডস বনাম ইকুইডর, রাত ১০টা
- নভেম্বর ২৬, ইংল্যান্ড বনাম ইএসএ, রাত ১টা
- নভেম্বর ২৬, টুনিশিয়া বনাম অস্ট্রেলিয়া, বিকাল ৪টা
- নভেম্বর ২৬, পোল্যান্ড বনাম সৌদি আরব, সন্ধ্যা ৭টা
- নভেম্বর ২৬, ফ্রান্স বনাম ডেনমার্ক, রাত ১০টা
- নভেম্বর ২৭, আর্জেন্টিনা বনাম মেক্সিকো, রাত ১টা
- নভেম্বর ২৭, জাপান বনাম কোস্টারিকা, বিকাল ৪টা
- নভেম্বর ২৭, বেলজিয়াম অনাম মরোক্কো, সন্ধ্যা ৭টা
- নভেম্বর ২৭, ক্রোয়েশিয়া বনাম কানাডা, রাত ১০টা
- নভেম্বর ২৮, স্পেন বনাম জার্মানি, রাত ১টা
- নভেম্বর ২৮, ক্যামেরুন বনাম সার্বিয়া, বিকাল ৪টা
- নভেম্বর ২৮, দক্ষিণ কোরিয়া বনাম ঘানা, সন্ধ্যা ৭টা
- নভেম্বর ২৮, ব্রাজিল বনাম সুইজারল্যান্ড, রাত ১০টা
- নভেম্বর ২৯, পর্তুগাল বনাম উরুগুয়ে, রাত ১টা
- নভেম্বর ২৯, ইকুইডর বনাম সেনেগাল, রাত ৯টা
- নভেম্বর ২৯, নেদারল্যান্ডস বনাম কাতার, রাত ৯টা
- নভেম্বর ৩০, ইরান বনাম ইউএসএ, রাত ১টা
- নভেম্বর ৩০, ওয়েলস বনাম ইংল্যান্ড, রাত ১টা
- নভেম্বর ৩০, টুনিশিয়া বনাম ফ্রান্স, রাত ৯টা
- নভেম্বর ৩০, অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক, রাত ৯টা
- ডিসেম্বর ১, পোল্যান্ড বনাম আর্জেন্টিনা, রাত ১টা
- ডিসেম্বর ১, সৌদি আরব বনাম মেক্সিকো, রাত ১টা
- ডিসেম্বর ১, ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম, রাত ৯টা
- ডিসেম্বর ১, কানাডা বনাম মরক্কো, রাত ৯টা
- ডিসেম্বর ২, জাপান বনাম স্পেন, রাত ১টা
- ডিসেম্বর ২, কোস্টারিকা বনাম জার্মানি, রাত ১টা
- ডিসেম্বর ২, দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল, রাত ৯টা
- ডিসেম্বর ২, ঘানা বনাম উরুগুয়ে, রাত ৯টা
- ডিসেম্বর ৩, সার্বিয়া বনাম সুইজারল্যান্ড, রাত ১টা
- ডিসেম্বর ৩, ক্যামেরুন বনাম ব্রাজিল, রাত ১টা
নক আউট পর্ব - ১৬
- ডিসেম্বর ৩, রাত ৯টা
- ডিসেম্বর ৪, রাত ১টা
- ডিসেম্বর ৪, রাত ৯টা
- ডিসেম্বর ৫, রাত ১টা
- ডিসেম্বর ৫, রাত ৯টা
- ডিসেম্বর ৬, রাত ১টা
- ডিসেম্বর ৬, রাত ৯টা
- ডিসেম্বর ৭, রাত ১টা
কোয়ার্টার ফাইনাল
- ডিসেম্বর ৯, রাত ৯টা
- ডিসেম্বর ১০, রাত ১টা
- ডিসেম্বর ১০, রাত ৯টা
- ডিসেম্বর ১১, রাত ১টা
সেমিফাইনাল
- ডিসেম্বর ১৩, রাত ১টা
- ডিসেম্বর ১৪, রাত ১টা
তৃতীয় স্থান নির্ধারনী
- ডিসেম্বর ১৭, রাত ৯টা
ফাইনাল
- ডিসেম্বর ১৮, রাত ৯টা
কাতার বিশ্বকাপ ২০২২ ভেন্যু (স্টেডিয়াম)
বিশ্বকাপ আয়োজনে পুরোপুরি প্রস্তুত কাতার। এবারে আটটি স্টেডিয়াম বিশ্বকাপের জন্য তৈরি করা হয়েছে। ইতি মধ্যে আটটি স্টেডিয়ামই উদ্বোধন সম্পন্ন হয়েছে।
স্টেডিয়ামগুলো হল:
- আল ওয়াকরা আল জোনোভ স্টেডিয়াম
- এডুকেশন সিটি স্টেডিয়াম
- শেখ খলিফা স্টেডিয়াম
- আল রায়হান আহমদ বিন আলী স্টেডিয়াম
- আল খোর আল বায়াত স্টেডিয়াম
- আল থুমামা স্টেডিয়াম
- ৯৭৪ স্টেডিয়াম
- লুসাইল স্টেডিয়াম
এবারের কাতার বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচের ভেন্যু লুসাইল স্টেডিয়াম।
কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ নিয়ে কিছু কথা
২০২২ ফিফা বিশ্বকাপ নিয়ে সবাই উত্তেজিত রয়েছে। কারণ এবারের ২২তম আসর একটু অন্য রকম হতে যাচ্ছে। তবে দিনে ৪টি করে ম্যাচ হবে এর মধ্যে দেড় ঘন্টা করে গ্যাপ রাখা হয়েছে হয়তো ফিফা ফুটবল প্রেমীদের জন্য করেছেন। যাতে করে দিনের প্রতিটি ম্যাচ ফুটবল প্রেমীরা উপভোগ করতে পারে।
আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে
বন্ধুরা এই টপিকটি পুরোটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, যদি এই টপিকের কোনকিছু বুঝতে না পাড়েন তাহলে নিচে কমেন্ট করুন। আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যদি নতুন কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমরা আপনাদের সেই বিষয়ে জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।