সিলিং ফ্যান : সুপার স্টার সিলিং ফ্যানের দাম কত
সুপার স্টার সিলিং ফ্যানের দাম কত ও সিলিং ফ্যানের দাম এবং বিভিন্ন কোম্পানীর
ফ্যানের দাম নিয়ে আলোচনা করবো।
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে
ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের সাথে আলোচনা করবো
সুপার স্টার সিলিং ফ্যানের দাম কত? তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের
টপিক।
বর্তমান সময়ে গরমের প্রাদুর্ভাব সবথেকে বেশি, আর এই গরমের কারণে মানুষের জীবন
অতিষ্ঠ হয়ে উঠেছে।
গ্রাম কিংবা শহর যেখানেই থাকেন না কেন যদি আপনার রুমে একটা ভালো
সিলিং ফ্যান
না থকে তাহলে ক্লান্তি বা প্রশান্তি দূর করা কষ্টের। যদি আপনার ঘরে ভালো সিলিং
ফ্যান থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এই গরমের ফ্যানের হাওয়া কতটুকু প্রশান্তি
দিয়ে থাকে।
কিন্তু কোন কোম্পানীর সিলিং ফ্যান ভালো হবে তা নিয়ে অনেক সংশয় থাকে। তাই আমি
আপনাদের এই সংশয় এর অবসান ঘটাবো জন্য আজকের এই টপিক।
কোন কোম্পানির সিলিং ফ্যান ভালো
এক্ষেত্রে আপনাদের বলবো সব কোম্পানীর ফ্যানই ভালো তবে তার মধ্যে কিছু কোম্পানী
আছে সেই কোম্পানী গুলো বেশ নামডাক রয়েছে এবং তাদের পণ্যের মানও ভালো।
আর এই নাম করা কোম্পানী গুলো হলো
- যমুনা সিলিং ফ্যান
- বি আর বি সিলিং ফ্যান
- সুপার স্টার সিলিং ফ্যান
- ভিশন সিলিং ফ্যান
- ক্লিক সিলিং ফ্যান
- ন্যাশনাল সিলিং ফ্যান
- এশিয়া সিলিং ফ্যান
এছাড়াও আরও অনেক কোম্পানি রয়েছে তারা অনেক ভালো মানের পণ্য বাজারে রয়েছে
আপনাদের যদি জানা থাকে তাহলে নিচে কমেন্টর মাধ্যমে জানিয়ে দিবেন।
সুপার স্টার সিলিং ফ্যানের দাম কত
সুপার স্টার সিলিং ফ্যান বাংলাদেশের মধ্যে একটি অন্যতম কোম্পানী। তাদের
এই প্রোডাক্ট জন্য তারা দেশে ও বিদেশে অনেক সুনাম অর্জন করেছে।
বর্তমান বাজারে সুপার স্টার সিলিং ফ্যানের বেশ চাহিদা রয়েছে। এই কোম্পানীর
প্রডাক্ট আপনি সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন।
তাই আমি আপনাদের জানাবো সুপার স্টার সিলিং ফ্যানের দাম কত সে সম্পর্কে
সুপার স্টার আইকন সিলিং ফ্যান- ৫৬"
মূল্য = ২,৫৭৫ টাকা
- ভোল্টেজ (V) ২০০
- ওয়াট (W) ৭৫
- স্পিড (RPM) ৩২৫
- ফ্রিকোয়েন্সি (Hz) ৫০
- এয়ার ডেলিভারি (m3/min.) ২৭৫
- সার্ভিস ভ্যালু (m3/min./W) ৩.৬৭
- পাওয়ার ফ্যাক্টর ০.৯৮
- ইন্সুলেশন ক্লাস এ
- নেট ওয়েট - ব্যতীত প্যাকেজিং (Kg.) ৫.৪৫
- কোন রেগুলেটর দেওয়া হবে না।
সুপার ষ্টার প্রিমিয়াম প্রো সিলিং ফ্যান- ৪৮ ইঞ্চি
মূল্য = ৩০৫০ টাকা
- সাইজ ১২০০ এমএম
- রেটেড ভোল্ট ২২০
- ফ্রিকোয়েন্সি ৫০
- পাওয়ার VAC - ৬২
- গতি (RPM) - ৪০০
- উচ্চ এয়ার ডেলিভারি (m3/min) - ১৬৫
- পরিষেবার মান (m3/min./W) ২.৬৬
- পাওয়ার ফ্যাক্টর ০.৯৮
সুপার স্টার প্রিমিয়াম প্রো সিলিং ফ্যান ২৪ ইঞ্চি
মূল্য = ২,৭৩০ টাকা
- সাইজ ৬০০ এমএম
- রেটেড ভোল্ট ২২০
- ফ্রিকোয়েন্সি- ৫০
- পাওয়ার VAC - ৫৮
- গতি (RPM) - ৮৭০
- উচ্চ এয়ার ডেলিভারি (m3/min) - ৯০
- পরিষেবার মান (m3/min./W) ১.৫৫
- পাওয়ার ফ্যাক্টর ০.৯৮
আরও পড়ুনঃ ব্যান্ড উইডথ কী? ইহা কত প্রকার ও কি কি
সুপার স্টার সিলিং ফ্যানের দাম কত বন্ধুরা এই টপিকটি পুরোটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, যদি এই টপিকের কোনকিছু বুঝতে না পাড়েন তাহলে নিচে কমেন্ট করুন। আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যদি নতুন কিছু জানার থাকে তাহলে আমাদের জানান আমরা জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।