প্যাটার্ন লক খোলার উপায় : অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো “অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন” আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
বর্তমান যুগে স্মার্ট ফোন আমাদের নৃত্যদিনের সঙ্গী। আর এই স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য সুবিধা হচ্ছে লক সিস্টেম।
লক সিস্টেম এর মাধ্যমেই আমরা আমাদের গোপনীয় তথ্য বা ডাটা ১০০% সুরক্ষা রাখতে পাড়ি। অচেনা কোন মানুষ চাইলে ফোন ঘাঁটাঘাঁটি করতে পাড়বে না। এজন্য স্মার্টফোনে স্ক্রিন লক করে রাখা অত্যন্ত জরুরি।
তবে, স্মার্টফোনে স্ক্রিন লক করে রাখতে কেউ ব্যবহার করে প্যাটার্ন, আবার কেউ কেউ কোড নম্বর দিয়ে থাকে।
আরও পড়ুনঃ যেসব কারণে ফোন বিস্ফোরিত হয়।
কিন্তু কোনো করণে এই প্যাটার্ন লকটি ভুলে যান তাহলে কি হবে?
সেক্ষেত্রে আপনি হয়তো স্থানীয় কোনো মোবাইল সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন। কারণ সেখানে নিজস্ব কিছু প্রযুক্তি ব্যবহার করে আপনার লকটি খুলে দিবে। এর ফলে আপনি আপনার জরুরি অনেক ডকুমেন্ট হারিয়ে যেতে পারে।
তবে, আপনি নিজেই যদি এই সমস্যার সমাধান করতে পারেন তাহলে কেমন হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক প্যাটার্ন লক খোলার উপায়।
অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন
১। প্রথমে যে ফোনে প্যাটার্ন লক ভুলে গেছেন সেই ফোনটি সুইচ অফ করে দিন।
২। তারপর কমপক্ষে এক মিনিট ধরে অপেক্ষা করতে থাকুন।
৩। এরপর পাওয়ার বাটন এবং ভলিউম বাটম ‘‘কি’’ বাটম একসাথে চেপে ধরে রাখুন। যতক্ষণ না পর্যন্ত স্কিনে কোন লেখা আসে ততক্ষণ পর্যন্ত চাপ দিয়ে ধরে রাখুন।
৪। যদি স্ক্রিনে কোনো প্রকার লেখা দেখা যাই তাহলে বুঝতে হবে ফোনটি রিকভারি মোডে চলে গেছে।
৫। এরপর factory reset button দেখতে পাবেন এখানে ক্লিক করুন।
৬। wipe Cache-অপশন আসবে। সেখানে ক্লিক করুন এবং ডেটা ক্লিন করে ফেলুন।
৭। এরপর বন্ধ করে অ্যান্ড্রোয়েড ডিভাইসটি চালু করতে হবে। তখন কোড বা প্যাটার্ন ছাড়াই ফোন অ্যাকসেস করতে পারবেন।
সর্বশেষ কিছু কথা
বন্ধুর আজকে আমরা জানলাম প্যাটার্ন লক খোলার উপায় : অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে যা করবেন। তবে এই প্যাটার্ন লক খোলার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে করে আপনি যে বাপনে ক্লিক দিতে চাচ্ছেন ঠিক সেই বাটনে যেন কাজ করে। অনেক সময় দেখা যাই একটি বাটন চাপতে অন্য একটা বাটন চাপ লেগে যাই। তাই এইদিকে ঠিকভাবে খেয়াল রাখতে হবে।