হঠাৎ ল্যাপটপ গরম হলে করণীয়
হঠাৎ ল্যাপটপ গরম হলে করণীয় - বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি।
আজকের আর্টিকেলে আলোচনা করবো হঠাৎ ল্যাপটপ গরম হলে করণীয় কি আপনি যদি আপনার ল্যাপটপের হিটিং ইস্যু নিয়ে দুশ্চিন্তায় থাকেন। তাহলে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
কারণ এখানে আমি আপনাকে বলবো, ল্যাপটপ বেশি গরম হলে করনীয় কি? তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজের টপিক।
ল্যাপটপ অনেকেই ব্যবহার করেন কেউ ঘরে বসে আবার কেউ হয়তো অফিসে। সাধারণত ল্যাপটপ সহজে বহন করা যাই এবং ডেস্কটপের তুলনায় দাম কম তাই সকলের প্রথম পছন্দ ল্যাপটপ।
তবে ল্যাপটপে কাজ করা সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে প্রধান সমস্যা হলো ল্যাপটপ হিটিং ইস্যু। অনেকেই এই সমস্যাকে হালকাভাবে নিয়ে পারে। কিন্তু এই সমস্যার কারণে হতে পারে বিস্ফোরণের মতো দুর্ঘটনা।
কি কি কারণে ল্যাপটপ গরম হতে পারে
বেশকিছু কারণে ল্যাপটপ গরম হতে পারে। যে কারণে ল্যাপটপ গরম হতে পারে নিম্নে কয়েকটি উল্লেযোগ্য কারণ তুলে ধরা হলঃ
- এমন কিছু কাজ আছে যা ল্যাপটপে করা হয়। যার জন্য প্রসেসর খুব বেশি প্রসেস করতে পারে না এক্ষেত্রে ল্যাপটপ গরম হতে পারে।
- প্রতিটি ল্যাপটপে কুলিং ফ্যান থাকে। যার কারণে গরম হাওয়া বাইরে বেড়িয়ে আসে। যখন এই ফ্যান নষ্ট হয়ে যাই তখন বাতাস বেড়িয়ে আসতে পারে না ফলে ল্যাপটপ গরম হতে পারে।
- র্যামের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কার্যক্ষমতা রয়েছে। তাই কোন কারণে কার্যক্ষমতার চেয়ে বেশি কাজ করলে ল্যাপটপ গরম হতে পারে।
- ভারি কোন সফটওয়্যার ব্যবহার করলে ল্যাপটপ গরম হতে পারে।
- এক সঙ্গে একাধিক কাজ করলে ল্যাপটপের উপর অতিরিক্ত চাপ তৈরি হয় ফলে ল্যাপটপ গরম হওয়ার সম্ভাবনা থাকে।
- এছাড়াও হাই রেজুলেশন গেম, প্রোগ্রাম এগুলো চালালে ল্যাপটপ গরম হতে পারে।
- ল্যাপটপের ব্যাটারির সমস্যা হলে ল্যাপটপ গরম হতে পারে।
- মাদারবোর্ডে কোন প্রকার সমস্যা হলে ল্যাপটপ গরম হতে পারে।
ল্যাপটপ গরম হলে করণীয়
মনে রাখবেন স্বাভাবিকভাবে ল্যাপটপ কিছুটা গরম হয়ে থাকে এটি কোন সমস্যা নয়। তবে অতিরিক্ত মাত্রায় গরম হলে ধরে নিতে হবে কোন সমস্যা হয়েছে।
ল্যাপটপ গরম হলে ঠান্ডার করার কয়েকটি করনীয়।
সমস্যা খুঁজে বের করুন
প্রথমত আপনার ল্যাপটপ কতটা গরম হচ্ছে জেনে নিন?
স্বাভাবিকভাবে ল্যাপটপ কিছুটা গরম হয়ে থাকে তবে অতিরিক্ত গরম হলে চিন্তার বিষয়। অতিরিক্ত গরম হচ্ছে কি না বোঝার জন্য ফ্যান কত দ্রুত ঘরছে খেয়াল করুন।
যখন দেখবেন ল্যাপটপের ফ্যান পূর্ন গতিতে ঘুরছে তখন বুঝবেন ল্যাপটপ গরম হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
ফ্যান যখন দ্রুত ঘোরে তখন দেখবেন অপারেটিং সিস্টেমের গতি কমে যায়। ফলে কাজের গতিও কমে যাই।
ল্যাপটপ গরম হওয়ার কারণ
ল্যাপটপ নানা কারণে গরম হতে পারে।
সাধারণ কারণ হচ্ছে- ল্যাপটপের ভিতর যখন ধুলাবালি জমা হয়ে থাকে তখন বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায়।
ফলে ল্যাপটপের ভিতরের বাতাস বের হতে পারে না । এ কারণে ল্যাপটপ মাত্রা অতিরিক্ত গরম হয়ে যায়।
তাই ল্যাপটের ভিতর ধুলাবালি গেলে পরিষ্কার করতে হবে।
ধুলা ঝেড়ে ফেলুন
বিভিন্ন কারণে ধুলা জমতে পারে। তবে ল্যাপটপ ব্র্যান্ডগুলো লিড খুলে নিজে থেকে পরিষ্কার করার সুযোগ কম রাখে।
এক্ষেত্রে আপনাকে কাস্টমার কেয়ার গিয়ে পরিষ্কার করতে হবে।
মনে রাখবেন, ধুলাবালি পরিষ্কার করার সময় ল্যাপটপ বন্ধ করে রাখবেন এবং পাশাপাশি ব্যাটারি খুলে রাখতে হবে।
ফ্যান পরিষ্কার করার সময় তুলা দিয়ে পরিষ্কার করতে হবে।
নরম কোন স্থানে রাখবেন না
বিছানা, নরম ছোপা বা নরম কোন কিছুর উপর ল্যাপটপ রাখা যাবে না।
কারণ ল্যাপটপে ফ্যান নিচের দিকে থাকে ফলে যদি আপনি বিছানা বা নরম কোন কিছুর উপর রাখেন তাহলে বাতাস ঠিকভাবে নিষ্কাশন হতে পারে না।
ফলে আপনার ল্যাপটপটি অতি দ্রুত গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এ জন্য ল্যাপটপ ব্যবহারের সময় নিচে শক্ত কিছু দিতে হবে, যাতে সঠিক ভাবে এই বাতাস বের হতে পারে।
তাহলে অতিরিক্ত গরম হওয়া কমে যাবে এবং সেই সাথে ব্যাটারির চার্জও ধরে রাখতে সক্ষম হবে।
হঠাৎ ল্যাপটপ গরম হয়ে গেলে দ্রুত যা করবেন
- কোন কারণে ল্যাপটপ যদি অনেক গরম হয়ে থাকে। যত তারাতারি সম্ভব ল্যাপটপ বন্ধ করে দিন। কারণ অনেক গরম হলে সমস্যা হতে পারে।
- সেই সফটওয়্যার বন্ধ রাখুন যে সফটওয়্যারটির মাধ্যমে ল্যাপটপ গরম হচ্ছে এবং সেটি যদি ডিটেক্ট করতে পারেন তাহলেই বন্ধ করুন অন্যথায় নয়।
- কোনো ঠান্ডা জায়গায় ল্যপটপটি রাখতে চেষ্ট করুন।
- একসঙ্গে একাধিক ভারী সফটওয়্যার নিয়ে কখনোই কাজ করবেন না।
- কুলিং ফ্যান সঠিক আছে কি না সেটা যাচাই করুন।
আরও পড়ুনঃ
- স্মার্টফোন পরিষ্কার করার সহজ উপায়
- ইন্টারনেটের গতি বৃদ্ধি উপায় | কিভাবে মোবাইলের ইন্টারনেট স্পীড বাড়াবো
সর্বশেষ কিছু কথা
বন্ধুরা হঠাৎ ল্যাপটপ গরম হলে করণীয় সম্পর্কে জানলাম। বন্ধুরা কোথাও যদি বুঝতে না পাড়েন তাহলে কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো।
বন্ধুরা এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।