অনলাইনে আয় করার সহজ উপায়
বর্তমানে ইউটিউব ও ফেসবুকে ব্রাউজ করলেই অনেকের প্রশ্ন অনলাইনে আয় করার সহজ উপায়? কিভাবে ঘরে বসে অনলাইনে ইনকাম করা যায়? কিভাবে মোবাইল দিয়ে ঘরে বসে আয় করা যায়? টাকা ইনকাম করার সহজ উপায়?
আজকে আমরা আপনাদের সাথে এই সকল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। বন্ধুরা আর্টিকেলটি মনোযোগ দিয়ে না পড়লে কিছুই বুঝতে পারবেন না। তাই একটু ধৈর্য্যসহকারে পড়তে হবে। আশা করি অনলাইনে আয় করার সহজ উপায় এবং আপনাদের করা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
অনলাইনে আয় করার সহজ উপায়
মানুষের জীবনে ইন্টারনেট বিরাট প্রভাব ফেলছে। তাই মানুষ এখন অনলাইনে আয় করার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করছে। অনলাইনে আয় করার বিভিন্ন পথও তৈরি হয়েছে। কিন্তু এই কাজ করতে হলে আপনার থাকতে হবে সততা, মনোবল ও একাগ্রতা। কারণ অনলাইনে আয় করার সহজ উপায় থাকলেও কিছু কিছু সময় প্রতারণার মুখে পড়তে পারেন।
সেক্ষেত্রে আপনাকে প্রতারণামূলক কাজের থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। মনে রাখবেন অনলাইনে কাজ করে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার সুযোগ নেই।
যাইহোক মূল কথায় ফিরে আসি বন্ধুরা অনলাইনে কাজ করতে হলে কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারবেন। তাই নিচে অনলাইনে আয় করার সহজ উপায় এর সেরা পদ্ধতির তালিকা দেওয়া হলো।
অনলাইনে আয় করার সহজ উপায় এর সেরা পদ্ধতির তালিকা:
১। নিজের ওয়েবসাইট তৈরি
২। ফ্রিল্যান্সিং
৩। কনটেন্ট রাইটিং
৪। ব্লগিং
৫। ইউটিউব
৬। অ্যাফিলিয়েট মার্কেটিং
৭। ওয়েব ডিজাইন
৮। ডাটা এন্ট্রি
৯। পিটিসি
১০। গ্রাফিক্স ডিজাইন
নিজের ওয়েবসাইট তৈরি
বর্তমানে ওয়েবসাইট তৈরি করা খুব একটা কঠিন নয়। একটি ওয়েবসাইট তৈরির জন্য যেসব উপাদন প্রয়োজন তার বেশিরভাগই অনলাইনেই পাওয়া যায়। এর মধ্যে রয়েছে টেমপ্লেট, ডোমেইন নির্বাচন ও ওয়েবসাইটের নকশা।
এছাড়াও গুগল ফ্রিতে আপনাকে ওয়েবসাইট তৈরি করার সুযোগ দিচ্ছে। blogger.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার পছন্দ অনুযায়ী নিজের জন্য সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
হয়তো আপনি এখন ভাবছেন ওয়েবসাইট তৈরি করে কিভাবে আয় কার যায়, আপনি যখন ভিজিটরদের বা পাঠকদের বিভিন্ন সেবা প্রদান সারা হয়ে গেলে, তখন আপনি গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারবেন। গুগল যখন আপনার অ্যাডসেন্সের আবেদন Approve করবে।
সেক্ষেত্রে আপনার সাইটে গুগলের বিজ্ঞাপন দেখানো শুরু হবে এবং ওই বিজ্ঞাপনে ক্লিক পড়বে। তখন আপনার আয় হওয়া শুরু হবে। ওয়েবসাইটে ভিজিটর বা দর্শক যত বেশি হবে, আপনার আয়ের পরিমাণ তত বাড়বে।
ফ্রিল্যান্সিং করে আয়
বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পেশা হল ফ্রিল্যান্সিং। দেশে এবং দেশের বাইরে লক্ষ লক্ষ মানুষ এই পেশার সাথে নিয়োজিত রয়েছে। এটি একটি মুক্ত পেশা। কয়েকটি ওয়েবসাইট রয়েছে যা বিভিন্ন ফ্রিল্যান্সারদের দক্ষতার উপর ভিত্তি করে ফ্রিল্যান্স কাজের সুযোগ দেয়।
ফ্রিল্যান্সিং করার জন্য বেশকিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। যেমন:- fiverr.com, upwork.com এবং freelancer.com এই সাইটগুলোর মধ্যে ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়া যায়। তবে আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে যেকোন একটি বিষয়ের উপর পারদর্শী হতে হবে।
যেমন হতে পারে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ফটো ইডিটিং, কন্টেট রাইটিং, ওয়েবসাইট মার্কেটিং, লোগো ডিজাইন ইত্যাদি। ফ্রিল্যান্সিং শিখে ঘন্টায় ৫-১০০ ডলার পর্যন্ত আয় করা সম্ভব।
মনের রাখবেন কাজদাতার কাজ শেষ করার পর তবেই অর্থ প্রদান করবেন। এছাড়াও কাজের মানের উপর ভিত্তি করে কাজদাতা রেটিং দিতে পারেন। ফ্রিল্যান্সারকে গ্রহকের কাজ পছন্দ না হওয়া পর্যন্ত কাজ করে দিতে হয়। কাজ শেষে তাদের একাউন্টে সরাসরি টাকা যোগ হয়ে যায়। তারপর আপনি যে কোনো ব্যাংকিং এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
কনটেন্ট রাইটিং করে আয়
অনেকে হয়তো ভাবছেন কনটেন্ট রাইটিং কী? কনটেন্ট রাইটিং মূলত লেখালেখির কাজ। আপনারা যে আর্টিকেলটি পড়ছেন এটিও একটি কনটেন্ট।
লেখালেখি করতে যাদের খুব ভালো লাগে ও একাধিক ভাষায় সাবলীলভাবে লিখতে পারেন তাদেরকে কাজের জন্য বসে থাকতে হয় না। এক্ষেত্রে তারা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে জ্ঞান অর্জন করতে পাড়ে।
বর্তমানে ওয়েবসাইটে লেখালেখি করার জন্য প্রতিনিয়ত কনটেন্ট রাইটারের প্রয়োজন হচ্ছে। এক্ষেত্রে ঘরে বসে অনলাইনে আয় করার সহজ উপায় হচ্ছে কনটেন্ট রাইটিং। কনটেন্ট রাইটিং করে মাসে ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা আয় করা সম্ভব হচ্ছে।
ব্লগিং করে আয়
অর্থ উপার্জনে ও মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল ব্লগিং। শুধু তাই নয়, অনলাইনে আয় করার দীর্ঘস্থায়ী উপায় হল ব্লগিং। আপনি চাইলে বিভিন্ন উপায়ে ব্লগিং করতে পারেন।
প্রথমত ব্লগিং করতে হলে দরকার মেধা, শ্রম এবং ধৈর্য। বন্ধুরা দুইটি উপায়ে ব্লগিং থেকে আয় করা সম্ভব। একটি হল নিজের জন্য ব্লগ সাইট তৈরি। আর অপরটি হল ওয়ার্ডপ্রেস এক্ষেত্রে আপনি ফ্রিতে ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে নিজের জন্য সুন্দর সাইট তৈরি করে ব্লগিং করতে পারেন।
বিজ্ঞাপন, ইনস্ট্যান্ট আর্টিকেল এছাড়া বিভিন্ন উপায়ে ব্লগিং থেকে আয় করা সম্ভব। কিন্তু ব্লগিং থেকে আয় করতে কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পাড়ে। সেক্ষেত্রে আপনাকে সময় ও ধৈর্য দুটোই দিতে হবে এবং নিয়মিত কনটেন্ট লিখে যেতে হবে।
ইউটিউব থেকে আয়
ঘরে বসে অনলাইনে আয় করার সহজ উপায় এবং সবথেকে বিশ্বাসযোগ্য পথ হল ইউটিউব। YouTube বর্তমান বিশ্বের সবথেকে জনপ্রিয় একটি ওয়েবসাইট। এখানে যেকোন বয়সের মানুষ সহজে আয় করতে পারে।
ইউটিউব অনেকটা ব্লগের মতো। শুধু পার্থক্য এতটুকু এখানে কনটেন্ট হল ভিডিও। আপনার নিজের জন্য একটি ইউটিউব চ্যানেল খুলে তাতে ভিডিও কনটেন্ট আপলোড করে সেখান থেকে আয় করতে পারেন।
কিন্তু আপনাকে আগে থেকে ভাবতে হবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কি ধরনের ভিডিও রাখবেন। এক্ষেত্রে আমার মনে হয়, যেসব বিষয়ের প্রতি মানুষের আগ্রহ বেশি সেই বিষয়ের উপর ভিডিও রাখুন। তাহলে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার সময় ও সাবসক্রাইবার বাড়বে। আর এগুলো বেড়ে গেলে আয়ের সম্ভাবনাও বেড়ে যাই।
তাই মানুষের যেসব বিষয়ের উপর আগ্রহ বেশি সেই বিষয়ের উপর ভিডিও না রাখলে মানুষ আপনার ভিডিও দেখতে চাইবে না। আর ভিডিও না দেখলে আয় হবে না।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
অ্যাফিলিয়েট মার্কেটিং হল অন্যের পণ্য বা প্রোডক্ট অনলাইনের বিক্রি করে কমিশন পাওয়ার মাধ্যমে আয় করা। বর্তমানে এফিলিয়েট মার্কেটিং এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে আপনি যত বেশি কাজ করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন।
এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি প্রতি মাসে ৫,০০০ থেকে ১০,০০০ বা তার চেয়েও বেশি টাকা আয় করতে পারবেন। এই পদ্ধতিতে আয়ের জন্য প্রয়োজন হবে নিজের ওয়েবসাইট বা ব্লগ।
ওয়েবসাইট বা ব্লগ যখন চালু হবে, ঠিক তখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠার লিঙ্ক যুক্ত করতে পারবেন। যুক্ত করার পর যখন ওই লিঙ্কের মাধ্যমে কোন দর্শক ওই প্রতিষ্ঠানে সেবা বা পণ্য ক্রয় করবেন, তখন আপনার আয় হতে শুরু করবে।
ওয়েব ডিজাইন করে অনলাইনে আয়
আমরা অনেকেই জানিনা ওয়েব ডিজাইনটা কি? সহজ ভাষায় বলতে গেলে ওয়েব ডিজাইন হল কোন একটি ওয়েবসাইটের নকশা। বন্ধুরা বর্তমানে ওয়েব ডিজাইনের কাজের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।
আপনি চাইলে ওয়েব ডিজাইন করে ২০ হাজার থেকে ১ লক্ষ পর্যন্ত টাকা আয় করতে পারবেন। আমার ব্যক্তিগত ভাবে মনে হয়, ঘরে বসে অনলাইনে আয় করার সহজ উপায়ের মধ্যে সবথেকে ভালো একটি মাধ্যম হল ওয়েব ডিজাইন।
ওয়েব ডিজাইন হিসেবে যারা কাজ করতে চান তারা প্রথমে নিজের জন্য একটি ওয়েবসাইট খুলুন এবং সেখান থেকেই আপনি ছোট ব্যবসা দাঁড় করতে পারেন। একটি ওয়েবসাইট তৈরি করতে কোডিং ও ওয়েব ডিজাইন দুইটাই খুব গুরুত্বপূর্ণ। এর ফলে ওয়েব ডিজাইনারদের কোন সময় বসে থাকতে হয়।
ডাটা এন্ট্রি মাধ্যমে অনলাইনে আয়
তথ্য প্রযুক্তির যুগে আজকাল সব প্রতিষ্ঠানেই কম্পিটার ব্যবহার করা হয়। এই কম্পিটারের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখা হয়। মূলত তথ্য সংগ্রহ করে রাখাই হল ডাটা এন্ট্রির কাজ।
ডাটা এন্ট্রি অনলাইন জগতের সহজ কাজগুলোর মধ্যে একটি। তবে আয় খুব কম। এই ধরনের কাজ সাধারণত যাদের কম্পিউটারে টাইপিং দক্ষাতা অনেক বেশি, বিশেষ করে তারা এই কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং সাইটে এই ধরনের অনেক কাজ রয়েছে।
এক্ষেত্রে আপনি ডাটা এন্ট্রি কাজ করে টাকা আয় করতে পারবেন। এখানে একটু দক্ষতা সাথে কাজ করতে পারলে অনেক টাকা আয় করতে পারবেন।
পিটিসি মাধ্যমে অনলাইনে আয়
অনলাইনে কিছু ওয়েবসাইট আছে, যাতে রাখা বিজ্ঞাপনে ক্লিক করলে আপনাকে অর্থ প্রদান করা হয়। সাধারণত এই ধরণের সাইটগুলোকে পিটিসি সাইট বলা হয়। তবে পিটিসি সাইটগুলো বেশিরভাগ সময় ভুয়া হয়েও থাকে।
তাই কাজ শুরু করার আগে নিশ্চিত হতে হবে প্রকৃত সাইট কি না। আর যদি প্রকৃত সাইট হয় তবে অনেক সময় বন্ধুদের রেফার দিয়ে আয় করতে পারেন।
গ্রাফিক্স ডিজাইন করে অনলাইনে আয়
অনলাইনে আয়ের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন খুব ভালো একটি উপায়। বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজে পটু তারা বিভিন্ন ডিজাইন অনলাইনের মার্কেটপ্লেসগুলোতে দিয়ে থাকে। সেখান থেকে তারা ভালো একটা টাকার পরিমাণ আয় করতে থাকে।
একটি পণ্য অনেকবার বিক্রি হয় একটি সুন্দর নকশা থেকেই দীর্ঘদিন পর্যন্ত আয় করতে পারেন। অনলাইন মার্কেটপ্লেসগুলোতেও এই ধরণের কাজের অনেক চাহিদা রয়েছে। বর্তমানে গ্রাফিক্স ডিজাইনের অনেক চাহিদা রয়েছে।
সর্বশেষ কিছু কথা
বন্ধুরা আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারলাম অনলাইনে আয় করার সহজ উপায় এছাড়াও পাশাপাশি জনলাম কিভাবে ঘরে বসে অনলাইনে ইনকাম করা যায়, কিভাবে মোবাইল দিয়ে ঘরে বসে আয় করা যায়, টাকা ইনকাম করার সহজ উপায় ইত্যাদি বিষয়ে জানলাম।
কোথাও যদি আপনারা বুঝতে না পাড়েন তাহলে কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।