Noun কাকে বলে? Noun কত প্রকার ও কি কি? Noun চেনার উপায়?
হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা গ্রামারের Noun সম্পর্কে জানবো এবং Noun কাকে বলে? Noun কত প্রকার ও কি কি? এর বিস্তারিত জানবো। বন্ধুরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস।
Noun কাকে বলে?
যে শব্দ দ্বারা কোন কিছুর নাম বোঝায় তাকে Noun বলে। যেমন- ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, কাল, দোষ, গুন ইত্যাদি নাম।
যেমনঃ-
Dhaka is the capital of
Bangladesh.-(এই বাক্যে Dhaka একটি স্থানের নাম বুঝায়)
Honesty is the best policy. (এখানে Honesty কে গুনের নাম বুঝায়)
Rohim go to school.- (এখানে Rohim একটি Noun কারণ নাম
বুঝাচ্ছে)
Noun কত প্রকার ও কি কি ?
Noun-কে মোট পাঁচ ভাগে ভাগ করা যায়।
যথা:-
- Proper Noun (নামবাচক বিশেষ্য)
- Common Noun (জাতিবাচক বিশেষ্য)
- Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
- Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
- Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
আসুন বিস্তারিত জেনে/পড়ে নিই
Proper Noun (নামবাচক বিশেষ্য) কাকে বলে?
Proper Noun: যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু,
জাতি, দেশ, ভাষা, শহর, গ্রাম, নদী, কাল, বার, মাস, সংবাদপত্র ইত্যাদির নাম বুঝায়
তাকে Proper Noun বলে।
যেমন:-
Jamal is my brother.
নির্দিষ্ট ব্যক্তি
He lives in London.
নির্দিষ্ট শহর
Gold is very valuable.
নির্দিষ্ট বস্তু
I shall go on Monday.
নির্দিষ্ট দিন
Common Noun (জাতিবাচক বিশেষ্য) কাকে বলে?
Common Noun: যে Noun দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা
প্রাণীর সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
যেমন:-
Barisal is a quier city. (এখানে city
সকল শহরের সাধারণ নাম হিসেবে)
Man is mortal. (এখানে man
সাধারণ নাম হিসেবে)
Kamal is an active boy.
(এখানে boy সকল বালকের সাধারণ নাম হিসেবে)
Rabindranath is a great
poet. (এখানে poet সকল কবির সাধারণ নাম হিসেবে)
নিচের ছকটিতে Proper Noun এবং Common Noun এর পার্থক্য দেওয়া হলো:
Proper Noun | Common Noun |
---|---|
Kamal, Jamal, Robin, Mahim (নির্দিষ্ট ব্যক্তির নাম) | Man (সকল মানুষের সাধারণ নাম) |
Rina, Mina, Laboni, Asha (নির্দিষ্ট বালিকার নাম) | Girl (সকল বালিকার সাধারণ নাম) |
Dhaka, Khulna, Sylhet, Chittagong (নির্দিষ্ট শহরের নাম) | City (সকল শহরের সাধারণ নাম) |
Padma, Meghna, Januna (নির্দিষ্ট নদীর নাম) | River (সকল নদীর সাধরণ নাম) |
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য) কাকে বলে?
Collective Noun: যে Noun সমজাতীয় বা এক জাতীয় কোন ব্যক্তি বা
বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝানো হয় তখন তাকে Collective Noun
বলে।
A fleet of ships is coming.
A crowd was dispersed.
Our class took a trip to Sundarbans.
নিচে কিছু Collective Noun-এর উদাহরণ দেওয়া হলো:
Army, jury, crowd, class, fleet, flock, library, gang, committee, party,
meeting, navy, flight infantry, swarm, cavalry, mass, stack, pack, shoal,
bundle, gentry, elite, team, club, family, herd, etc.
নিচের ছকটিতে Collective Noun ও Common Noun এর পার্থক্য দেখানো
হলোঃ
Collective Noun | Common Noun |
---|---|
Fleet (অনেকগুলো যুদ্ধ জাহাজের সমষ্টি) | Ship (সকল জাহাজের সাধারণ নাম।) |
Swarm (সকল মৌমাছির সমষ্টি) | Bee (সকল মৌমাছির সাধারণ নাম) |
Bunch (অনেকগুলো ফুলের সমষ্টি) | Flower (সকল ফুলের নাম) |
Material Noun (বস্তুবাচক বিশেষ্য) কাকে বলে?
Material Noun: যে সকল Noun গণনা করা যায় না, শুধুমাত্র এর পরিমান নির্ধারণ করা যাই তাদেরকেই Material Noun বলে।
যেমন: Water, oil, honey, milk, tea, coffee, sugar, gold, sand, rice, iron, oxygen, air, wheat, cotton, curry, fur, jam, jelly, soil, soup, wool, sauce, paint, salad, etc.
Abstract Noun (গুণবাচক বিশেষ্য) কাকে বলে?
Abstract Noun: যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করে থাকে তাকে Abstract Noun বলে।
যেমন: Happiness, beauty, freedom, boyhood, kindness, forgiveness, etc.
সাধারণত, যে সমস্ত Abstract Noun এর শেষে ness,- tion,-ship,-dom,- th,- ty,- cy,- ment,- hood ইত্যাদি থাকে।
আরও পড়ুনঃ
বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।