Article কাকে বলে? কত প্রকার ও কি কি? এবং Article এর ব্যবহার।

Article kake bola koto proker o ki ki

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা গ্রামারের Article সম্পর্কে জানবো এবং Article কাকে বলে? এবং কত প্রকার ও কি কি? এর বিস্তারিত জানবো। বন্ধুরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস।

Article কাকে বলে?

A, An, The এই তিনটিকে ইংরেজিতে Article বলে।

Article কত প্রকার ও কি কি?

Articles দুই প্রকার।
যথা:-
  1. Indefinite Article (অনির্দেশক)
  2. Definite Article (নির্দেশক)
1. Indefinite Article: A এবং An-কে Indefinite Article বলে। অন্যভাবে বলতে গেলে, যে Article কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে ‘না’ তাকে Indefinite Article বলে।

উদাহরণঃ
            She has a pen.
            I eat an egg every day.

2. Definite Article: The-কে Definite Article বলে। অন্যভাবে বলতে গেলে, যে Article কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে Definite Article বলে।

উদাহরণঃ
            Honesty is the best policy.
            I lost the book yesterday.

A ও An এর ব্যবহার

Rule-1: শব্দের প্রথমে Consonant থাকলে এর পূর্বে a এবং Vowel (a, e, i, o, u) থাকলে an বসে।
যেমনঃ-
        This is a book.
        This is an egg.
        I saw an owl.

Rule-2: শব্দের প্রথমে 'E' বা 'U' থাকলে এবং এর উচ্চারণ ‘ইউ’র মত হলে, এর পূর্বে an না বসে a বসে।
যেমন:-
        He is a European.
        There is a university in Dhaka.

Rule-3: কোন শব্দের প্রথমে 'h' থাকলে এবং তা উচ্চারিত না হলে তার পূর্বে 'a' না বসে 'an' বসে।
যেমনঃ-
        He is an honest man.
        He has an heir.

Rule-4: কোন শব্দের প্রথম অক্ষর h হলেও যদি h পুরোপুরি উচ্চারিত না হয়, তবে এর পূর্বে an বসে।
যেমনঃ-
        He is an historian.
        He lives in an hotel.

Rule-5: সংক্ষিপ্ত শব্দের প্রথমে Consonant থাকলে এবং এর উচ্চারণ Vowel এর মত হলে এর পূর্বে 'an' বসে।
যেমনঃ-
        He is an M. A.
        Mr. Hasan is an L.L.B.

কিন্তু সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant এর মত উচ্চারিত হলে 'a' বসে।
যেমনঃ-
        He is a B.A.
        Mr. Karim is a B.Sc.

Rule-6: শব্দের প্রথমে 'O' থাকলে এবং এর উচ্চারণ ‘ওয়ার’ মত হলে এর পূর্বে a বসে। 
যেমনঃ-
        I saw a one-eyed man.
        Give me a one taka note.

Rule-7: অনেক সময় গুন বুঝাতে বা তুলনা করতে a ব্যবহৃত হয়।
যেমনঃ-
        She is a beauty.
        You are a Nazrul.

Rule-8: কখনও কখনও Preposition রূপে a ব্যবহৃত হয়ে থাকে।
যেমনঃ-
        He went a hunting.

Rule-9: Dozen, Hundred, Pair ইত্যাদির পূর্বে a বসে।
যেমনঃ-
        Give me a hundred rupees.

Rule-10: Such, Many ইত্যাদি ‍Singular Common Noun হিসেবে ব্যবহৃত হলে এর পরে a/an বসে। 
যেমনঃ-
        Many a man was present there.
        Such a man is the glory of the nation.

Rule-11: Mr / Mrs / Miss এর পূর্বে a বসে।
যেমনঃ-
       A Mr. Kamal came to me yesterday.

Rule-12: তুলনা বুঝাতে দুটি Noun যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তবে প্রথম Nounটির পূর্বে a/an বসে।
যেমনঃ-
        Grammar is a better servant than master.

কিন্তু Noun দুটি যদি ভিন্ন ব্যক্তি বস্তুকে নির্দেশ করে তবে প্রত্যেকটি Noun এর পূর্বে a/an বসে।
যেমনঃ-
        She is a better singer than a dancer.

The এর ব্যবহার

Rule-1: নির্দিষ্ট করে কোন ব্যক্তি বা বস্তুকে বুঝাতে তার আগে The বসে। 
যেমনঃ-
        The boys of this school are good.
        I know the man.

Rule-2: শ্রেণী বা জাতি বুঝাতে Singular Common Noun এর আগে The বসে।
যেমনঃ-
        The English are brave.
        The cow is a useful animal.

কিন্তু মানুষ জাতির আগে the বসে না।
যেমনঃ-
        Man is mortal.

জাতির পূর্বে ‘the’ বসে কিন্তু ভাষার পূর্বে ‘the’ বসে না।
যেমনঃ-
        The English can speak English fluently.

কিন্তু ভাষার পরে Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে the বসে।
যেমনঃ-
        The English language is very interesting.

Rule-3: জাতি বা সম্প্রদায় বুঝাতে Adjective এর পূর্বে the বসে।
যেমনঃ-
        The rich are not always happy.
        The virtuous are happy.

Rule-4: নদী, সাগর, মহাসাগর, হ্রদ ইত্যাদি নামের পূর্বে the বসে।
যেমনঃ-
        The Padma is the big river.
        The Pacific is the deepest sea.

Rule-5: দুটি Proper Noun- কে তুলনা করতে এবং যার সাথে তুলনা করা হয়, তার পূর্বে the বসে।
যেমনঃ-
       Kamal is the Byron of Bangladesh.

Rule-6: সংবাদপত্র, ধর্মগ্রন্থ এবং মহাকাব্যের পূর্বে The বসে। 
যেমনঃ-
        I read the Ittefaq daily.
        The Quran is a holy book to the Muslim.

Rule-7: বিশেষ অর্থপূর্ণ দেশ বা স্থানের নামের পূর্বে the বসে।
যেমনঃ-
        He studies in the U. S. A

Rule-8: দ্বীপপুঞ্জের নামের পূর্বে the বসে।
যেমনঃ-
        The Andamans
        The Philippines

Rule-9: কতকগুলো অদ্বিতীয় জিনিস যেমনঃ চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ ইত্যাদি নামের পূর্বে the বসে।
যেমনঃ-
        The earth is round.
        The sun gives us light.

Rule-10: সংবাদপত্রের নামের পূর্বে the বসে।
যেমনঃ-
        I read the Azad every day.
        The Ittefaq is a daily newspaper.

Rule-11: যে কোন জাতির নামের পূর্বে the বসে।
যেমনঃ-
        The Muslims
        The Hindus

Rule-12: নির্দিষ্ট তারিখের পূর্বে the বসে।
যেমনঃ-
        The 16th of December is a red-letter day in Bangladesh.

Rule-13: প্রখ্যাত জাহাজের নামের পূর্বে the বসে।
যেমনঃ-
        The Titanic
        The Hizbul Bahar

Rule-14: পৃথিবীর একটি মাত্র বস্তু আছে এমন জিনিসের নামেরপূর্বে the বসে।
যেমনঃ-
        The sun gives us light.
        The moon looks very nice.

কিন্তু God এর পূর্বে the বসে না।

Rule-15: যে কোন দিকের নামের পূর্বে the বসে।
যেমনঃ-
        The sun rises in the east.
        The sunsets in the west.

তাছাড়া north south-এর পূর্বে the বসে।

Rule-15: যত......তত বুঝালে Comprarative Adjective এর পূর্বে the বসে।
যেমনঃ-
        The Sooner, the better.
        The more you read, the more you learn.

Rule-16: Superlative degree এর পূর্বে the বসে।
যেমনঃ-
       Arif is the best boy in the class.

Rule-17: দুইয়ের মধ্য থেকে একটিকে বেছে নেয়ার অর্থ প্রকাশ করলে Comparative Degree এর পূর্বে the এবং পরে of বসে। 
যেমনঃ-
        Lima is the wiser of the two girls.
        This is the better of the two pens.

Rule-18: Proper Noun এর পূর্বে the বসে না। কিন্তু তুলনা বোঝাতে বা সাদৃশ্য দেখাতে Proper noun এর পূর্বে the বসে।
যেমনঃ-
        Jamal is called the Shelly of Bangladesh.
        Sukant is the Keats of Bangladesh.

Rule-19: যে শব্দ পেশা বা ব্যবসায় বুঝায় এর পূর্বে the বসে।
যেমনঃ-
        He joined the Bar in Calcutta.

Rule-20: রাস্তা, এভিনিউ, পার্ক ইত্যাদি নামের পূর্বে the বসে না। কিন্তু রাস্তার নামের সাথে Road থাকলে the বসে। 
যেমনঃ-
        The Newabpur road is always busy.


.............................End.......................
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url