Present Perfect Tense কাকে বলে ও চেনার উপায়?

Present Perfect Tense kake bola o chaner upai

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা গ্রামারের Present Perfect Tense সম্পর্কে জানবো এবং Present Perfect Tense কাকে বলে? ও চেনার উপায়? এবং এর বিস্তারিত জানবো। বন্ধুরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস।

Present Perfect Tense কাকে বলে?

কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে এরূপ বুঝালে তাকে Present Perfect Tense বলে।

Present Perfect Tense চেনার উপায়:

 বাংলা ‍ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ,ইয়াছে (সাধু রূপ) এছি, এছ, এছে (চলিত রূপ) থাকে।

গঠন প্রণালীঃ

Subject- এর পর Number ও Person অনুসারে have বা has বসে এবং তার পরে Verb এর Past Participle হয়। 
                Subject + have বা has + মূল Verb-এর p.p

উদাহরণঃ
                I have done.- আমি করেছি / করিয়াছি
                You have done.- তুমি করেছ / করিয়াছ
                He has done.- সে করেছে / করিয়াছে


Note-(i) : বাংলা ‍ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ,ইয়াছে ইত্যাদি থাকা সত্ত্বেও অতীত কালের নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে Verb এর Past Participle না হয়ে Past Indefinite Tense হয়।
উদাহরণ : 
                He came yesterday. - সে গতকাল আসিয়াছে / এসেছে
                The man died yesterday. - লোকটি গতকাল মারা গিয়াছে / গিয়েছে
                I received your letter yesterday. - আমি গতকাল আপনার চিঠি পাইয়াছি / পেয়েছি


Note-(ii) : কোন ক্রিয়ার শেষে ‘নি’ ‘নাই’ ইত্যাদি থাকলে Present Perfect বা Past Indefinite দু’টিই হয়।
উদাহরণঃ
                I have not eaten rice. - আমি ভাত খাইনি
                He has not come. - সে আসেনি


Note-(iii) : অতীত কোন ঘটনা এখনো চলছে এরূপ বুঝালে তাকে Present Perfect Tense বলে।
উদাহরণঃ
                He has always come first in the exam. - সে সবসময় পরীক্ষায় প্রথম হয়ে আসছে
                I have known him for five years. - আমি তাকে পাঁচ বছর ধরে চিনি
                He has lived in Fridpur since 1989. - তিনি 1989 সাল থেকে ফরিদপুরে বসবাস করছেন


Note-(iv): কোন ‍Sentence-এ Just, Just now, Already, Ever, Never, So far ইত্যাদি Adverb থাকলে Present Perfect Tense হয়।
উদাহরণঃ
                He has just come here. - তিনি সবেমাত্র এখানে এসেছেন
                He has never gone to Dhaka. - তিনি কখনও বগুড়ায় যাননি


Note-(v): অনেক ক্ষেত্রে বাংলায় Present Perfect Tense- বুঝালেও ইংরেজিতে Present Indefinite tense হয়ে থাকে।
উদাহরণঃ
                The sun is up. - সূর্য উঠেছে
                He is gone. - সে চলে গেছে
                Those days are gone. - সেই দিনগুলি চলে গেছে


বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ‍Amarload.com এর সাথে থাকার জন্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url