Present Continuous Tense কাকে বলে ও চেনার উপায়?
Present Continuous Tense কাকে বলে?
কোন কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে তাকে Present Continuous Tense বলে।
চিনিবার উপায়:
বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছ, তেছেন, তেছে (সাধু রূপ) চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছেন, ছি (চলিত রূপ) ইত্যাদি থাকে।
গঠন প্রণালীঃ
Subject এর পর Number ও Person অনুসারে am, is are বসে এবং এরপর মূল Verb এর শেষে ing যোগ হয়।
Subject + am/is/are + মূল Verb এর সাথে ing
I am going - আমি যাইতেছি / আমি যাচ্ছি।
He is going - সে যাইতেছে / সে যাচ্ছে।
Note-(i): Feel, hear, fear, see, smell, desire, love, like, live, want, wish, belong, possess, understand, know, think, believe, expect, remember ইত্যাদি Verb-গুলোর Present Continuous Tense না হয়ে Present Indefinite Tense হয়।
যেমনঃ-
I see a bird.- আমি একটি পাখি দেখতে পাচ্ছি
Do you believe him? - তুমি কি তাকে বিশ্বাস কর?
I feel feverish today.- আমি আজ জ্বর বোধ করছি।
Incorrect Correct
I am seeing a bird. I see a bird.
I am feeling unwell. I feel unwell.
He is living in Dhaka. He lives in Dhaka.
I am hearing her singing a song. I hear her singing a song
বিশেষ অর্থ করতে অনেক ক্ষেত্রে উপরের Verb গুলোর Present Continuous tense হয়।
যেমনঃ-
(i) যখন কোন মতামত চাওয়া হয় তখন ‘Think’ Present Continuous tense- এ ব্যবহৃত হয়।
যেমনঃ-
কি চিন্তা করছ? - What are you thinking about?
(ii) প্রতীক্ষা বুঝতে ‘Expect’ Continuous tense- এ ব্যবহৃত হয়।
যেমনঃ-
আমি তোমার আগমন প্রতীক্ষা করছি- I am Expecting your arrival.
Note-(ii): নিকটবর্তী ভবিষ্যৎ বুঝতে অনেক সময় (Come x Go Verb এর ক্ষেত্রে) ভবিষ্যৎ কালের পরিবর্তে Present Continuous tense হয়।
উদাহরণঃ
I am going to Dhaka tomorrow. - আমি আগামীকাল ঢাকায় যাব
Are you coming today? - তুমি কি আজ আসবে
He is going to sit for the examination this year. - তিনি এই বছর পরীক্ষায় বসতে যাচ্ছেন।
বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।