Past Perfect Continuous Tense কাকে বলে ও চেনার উপায় ?

Past-Perfect-Continuous-Tense- kake-bola



হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা গ্রামারের Past Perfect Continuous Tense সম্পর্কে জানবো এবং Past Perfect Continuous Tense কাকে বলে? এবং এর বিস্তারিত জানবো। বন্ধুরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস।

Past Perfect Continuous Tense কাকে বলে ?

অতীতে একটি কাজ আরম্ভ হয়ে দীর্ঘ সময় ধরে চলছিল বুঝালে এর কালকে Past Perfect Continuous Tense বলে।

Past Perfect Continuous Tense গঠন প্রণালী : 

যে কাজটি আগে হচ্ছিল তা Past Perfect Continuous Tense অর্থাৎ Subject এর পর had been বসে + মূল Verb এর সাথে ing যোগ হয় এবং যেটি পরে হয়েছিল তার Past indefinite tense হয়।

যেমনঃ-
     তুমি আসিবার পূর্বে সে এক ঘন্টা যাবত খেলতেছিল - He had been playing for an hour before you came.
     দুই ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছিল - It had been raining for two hours.


বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ‍Amarload.com এর সাথে থাকার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url