Past Continuous Tense কাকে বলে ও চেনার উপায় ?
Past Continuous Tense কাকে বলে ?
অতীতে কোন কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে তাকে Past Continuous Tense বলে।
Past Continuous Tense চেনার উপায়:
সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি থাকে।
গঠন প্রণালী:
Subject এর পর Person ও Number অনুসারে Was বা Were বসে। তারপর মূল Verb এর সাথে ing যোগ হয়। অর্থাৎ,
Subject + was / were + মূল Verb এর সাথে ing যোগ
উদাহরণঃ
I
was reading. - আমি পড়িতেছিলাম / পড়ছিলাম
You were reading. - তুমি পড়িতেছিলে / পড়ছিলে
The girl was singing. -
মেয়েটি গান করছিল
Note-(i): অতীত কালের দুটি কাজ একই সাথে চলছিল বুঝালে দু’টিরই Past
Continuous tense হয়।
যেমনঃ-
I was reading a book while he was sleeping. - তিনি যখন
ঘুমোচ্ছিলেন তখন আমি বই
পড়ছিলাম।
Note-(ii): অতীতে একটি কাজ চলাকালীন সময়ে আর একটি কাজ সম্পাদিত হয়েছিল
বুঝালে যেটি চলছিল সেটির Past Continuous tense এবং অন্যটি Past Indefinite tense
হয়।
যেমনঃ-
When he came to me, I was reading a novel. - সে যে সময় আমার কাছে এসেছিল
তখন আমি উপন্যাস
পড়ছিলাম।
বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।