Future Perfect Tense কাকে বলে ও চেনার উপায়?
হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আজকে
আমরা Future Perfect Tense কাকে বলে ও চেনার উপায় এগুলো সম্পর্কে জানবো
তাহলে বন্ধুরা আজকে আমাদের ক্লাস শুরু করা যাক।
Future Perfect Tense কাকে বলে?
ভবিষ্যতে একটি কাজের পূর্বে আর একটি কাজ সম্পন্ন হয়ে থাকবে বুঝালে তাকে Future Perfect Tense
বলে।
গঠন প্রণালী:
দুটি কাজের মধ্যে যেটি আগে হবে সেটি Future Perfect Tense অর্থাৎ Subject
এরপর
Person অনুসারে Shall have / Will have বসবে এবং তার পরে ক্রিয়ার Past Participle
হবে।
যেমনঃ-
We shall have started before the sun rises. - সূর্য উঠার
পূর্বেই আমরা রওয়ানা হব
They will have reached the station before the train
leaves. - গাড়ি ছাড়ার পূর্বেই তারা স্টেশনে পৌঁছে থাকবে
Note-(i):
ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে বুঝালে Future
Perfect Tense হয়।
যেমনঃ-
I shall have finished the work by five P.m. - আমি বিকেল
পাঁচটার মধ্যেই কাজটি শেষ করে ফেলব
Note-(ii):
অতীতে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে অনুমান করা হলে Future Perfect Tense হয়।
যেমনঃ-
He will have come by this time. - এতক্ষণে সে এসে
থাকবে
He will have received the news. - সে খবরটি পেয়ে
থাকবে
বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।