Future Indefinite Tense কাকে বলে? What is Future Indefinite Tense?

Future Indefinite tense kake bola

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা Future Indefinite Tense সম্পর্কে জানবো। বন্ধুরা ক্লাসটি মন দিয়ে দেখবেন তা না হলে বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা আজকে আমাদের ক্লাস শুরু করা যাক।

Future Indefinite Tense কাকে বলে ?

কোন কাজ ভবিষ্যৎ কালে সংগটিত হবে এরূপ বুঝালে তাকে Future Indefinite Tense বলে।

চিনিবার উপায়: 

বাংলা ক্রিয়াপদের শেষে ব, বে, বা, বেন থাকলে Future Indefinite Tense হয়।

গঠন প্রণালী: ‍

Subject এর পর Person অনুযায়ী shall বা will এবং তারপর Verb এর Present রূপ বসে। সাধারনত 1st Person এর সাথে ‍shall এবং 2nd ও 3nd Person এর সাথে will হয়।

যেমনঃ-

        I shall go. - আমি যাব/যাইব
        They will do the work. - তারা কাজটি করবে


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url