Alphabet(বর্ণমালা) কাকে বলে? Alphabet কত প্রকার ও কি কি?
হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে ইংরেজি গ্রামারের Alphabet(বর্ণমালা) সম্পর্কে জানবো এবং Alphabet কাকে বলে কত প্রকার ও কি কি, Vowel কাকে বলে, Consonant কাকে বলে, Vowel কত প্রকার, Consonant কত প্রকার এই সব বিষয়ে জানবো।
Alphabet(বর্ণমালা) কাকে বলে ?
ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত 26 টি বর্ণ বা লেটার কে একসাথে Alphabet বলে।
ইংরেজি ভাষায় মোট 26টি লেটার ও বর্ণ রয়েছে।
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
Alphabet এর প্রকারভেদ:
Alphabet দুই প্রকার যথাঃ-
- Vowel
- Consonant
👉 Vowel 5টি
যথাঃ- A, E, I, O, U
a, e, i, o, u
2. Consonant: ইংরেজী ভাষায় যেসব বর্ণ বা Letter নিজে নিজে উচ্চারিত হতে পারেনা, উচ্চারিত হতে Vowel এর সাহায্যের প্রয়োজন হয়, সেসব Letter কে Consonant বলে।
👉 Consonant 21টি
যথাঃ- B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z. (Capital Letter)
b, c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z. (Small Letter)