Past Perfect Tense কাকে বলে? What is Past Perfect Tense?

Past Perfect Tense kake bola?

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা গ্রামারের Past Perfect Tense সম্পর্কে জানবো এবং Past Perfect Tense কাকে বলে? এবং এর বিস্তারিত জানবো। বন্ধুরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস।

Past Perfect Tense কাকে বলে ?

অতীত কালে একটি কাজের পূর্বে/আগে  আর একটি কাজ সংঘটিত হয়েছিল এরূপ বুঝালে তাকে Past Perfect Tense বলে।

Past Perfect Tense চিনবার উপায়: 

অতীতে একটি কাজের আগে আর একটি কাজ সংঘটিত হয়েছিল বুঝায়।


গঠন প্রণালীঃ

        (i) যে কাজটি আগে হয় তার Past Perfect অর্থাৎ মূল Verb-এর Past Participle এবং এর পূর্বে had                       বসবে।
        (ii) যে কাজ পরে হয় তার Past Indefinite Tense হয়। 
              যেমনঃ-
                The patient had died before the doctor came.- ডাক্তার আসার আগেই রোগী মারা গেল
                We had reached the station before the train left.-  ট্রেন চলার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম।

Note-(i): সাধারণত before এর পূর্বে এবং after এর পরে Past perfect হয়।

Note-(ii): দুটি অতীত ঘটনা that দ্বারা যুক্ত হলে সাধারণত that এর পরবর্তী Verb এর Past Perfect tense হয়। 

যেমনঃ-
            Rahim said that he had done the work. - রহিম বলেছিল যে সে কাজটি করেছিল
            He said that he had gone the school. - সে বলেছিল যে সে স্কুলে গেয়েছিল

Note-(iii): যেতে না যেতে, আসেতে না আসতে, পৌঁছতে না পৌঁছতে ইত্যাদি অসমাপিকা ক্রিয়া থাকলে No sooner had.........than দিয়ে Sentence টি আরম্ভ করতে হয়। যে Clause টিতে No sooner থাকে সে Clause টি Past Perfect tense এবং অপরটি Past Indefinite tense হয়।

উদাহরণঃ
    No sooner had I reached the station than the train left. - আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি ছেড়ে দিল।
    No sooner had the teacher entered the classroom than the students stood up. - শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতে ছাত্ররা উঠে দাঁড়াল।

 

বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ‍Amarload.com এর সাথে থাকার জন্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url