Tense(কাল) কাকে বলে কত প্রকার ও কি কি? What is tense, how many types and what are they?

Tense kake bola koto proker o ki ki

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা গ্রামারের গুরুত্বপূর্ণ  টপিক Tense(কাল) সম্পর্কে জানবো এবং Tense কাকে বলে? কত প্রকার ও কি কি? এই সব বিষয়ে আমরা জানবো। বন্ধুরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস।

Tense(কাল) কাকে বলে?

কোন কার্য সংঘটিত হওয়ার সময়কে Tense বলে।

"Tense" শব্দের বাংলা অর্থ  হলো কাল । ইংরেজি ভাষা শেখা এবং লেখার ক্ষেত্রে Tense এর গুরুত্ব অপরিসীম। তাই Tense কে ‘ইংরেজি ভাষার প্রাণ’ অর্থাৎ Soul of English language বলে।

Tense(কাল) কত প্রকার ও কি কি?

Tense প্রধানত তিন প্রকার।
যথাঃ-
  1. Present tense- বর্তমান কাল
  2. Past tense- অতীত কাল
  3. Future tense- ভবিষৎ কাল

Present Tense (বর্তমান কাল) কাকে বলে?

কোন কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরূপ বুঝালে এর কালকে Present Tense বলে।
যেমনঃ-
        I go to school.- আমি স্কুলে যাই।
        I am going to school.- আমি স্কুলে যাচ্ছি।

Past Tense (অতীত কাল) কাকে বলে?

কোন কাজ অতীত কালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল এরূপ বুঝালে এর কালকে Past tense বলে।
যেমনঃ-
        I went to school.- আমি স্কুলে গিয়েছিলাম।
        I was going to school.- আমি স্কুলে যাচ্ছিলাম।

Future Tense (ভবিষৎ কাল) কাকে বলে?

কোন কাজ ভবিষৎ কালে সম্পন্ন হবে বা হতে থাকবে বুঝালে এর কালকে Future Tense বলে।
যেমনঃ-
        I Shall go to school.- আমি স্কুলে ‍যাব।
        I Shall be going to school.- আমি স্কুলে যেতে থাকব।

প্রতিটি Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে।

Present Tense

বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ‍Amarload.com এর সাথে থাকার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url