Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি?

Parts of Speech kake bola koto proker ki ki

হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে English Grammar এর গুরুত্বপূর্ণ অংশ Parts of Speech সম্পর্কে জানবো। Parts of Speech কাকে বলে ? কত প্রকার ও কি কি?  এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন নাহলে বুঝতে পাড়বেন না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

Parts of Speech কাকে বলে?

যে শব্দগুলি দ্বারা বাক্য তৈরি করা হয় সেই শব্দগুলিকে Parts of Speech বলা হয়।
অন্যভাবে বলা যায়, Part শব্দের অর্থ “অংশ” এবং ‍Speech শব্দের অর্থ “বাক্য বা কথা” সুতরাং Parts of Speech এর অর্থ হলো, বাক্যের বিভিন্ন অংশ।

যেমনঃ-
        Kamal is a good boy.

এই বাক্যে Kamal, is, a, good এবং boy প্রত্যেকটি একেকটি Parts of Speech.

Note: মনে রাখতে হবে যে, শব্দগুলো অবশ্যই কোন না কোন বাক্যের অংশ হতে হবে। পৃথক ভাবে কোন একটা শব্দ Parts of speech হবে না।

Parts of Speech কত প্রকার ও কি কি?

ইংরেজিতে Parts of Speech আট প্রকার।
যথাঃ-
  1. Noun-(বিশেষ্য)
  2. Pronoun-(সর্বনাম)
  3. Adjective-(নাম বিশেষণ)
  4. Verb-(ক্রীয়া বা কাজ)
  5. Adverb-(ক্রীয়া বিশেষণ)
  6. Preposition-(পদান্বয়ী অব্যয়)
  7. Conjunction-(সংযোজক অব্যয়)
  8. Interjection-(অন্তর্ভাবমূলক অব্যয়)

Noun কাকে বলে?

যে শব্দ দ্বারা কোন কিছুর নাম বোঝায় তাকে Noun বলে। যেমন- ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, কাল, দোষ, গুন ইত্যাদি।
যেমনঃ-
        Dhaka is the capital of Bangladesh.-(এই বাক্যে Dhaka একটি স্থানের নাম বুঝায়)
        Honesty is the best policy. (এখানে Honesty কে গুনের নাম বুঝায়)
        Rohim go to school.- (এখানে Rohim একটি Noun কারণ নাম বুঝাচ্ছে)

Noun সম্পের্ক বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


Pronoun কাকে বলে?

নাম এর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে Pronoun বলে। যেমন:- He, she, we, i, they etc.
যেমনঃ-
        Rohit goes to school.- রহিত স্কুলে যাই।
        
এখানে, আমরা Rohit ব্যবহার না করে He ব্যবহার করি তাহলে বাক্যটি হবে He goes to school.-(সে স্কুরে যাই) এখানে He টা হল Pronoun কারণ এটি Rohit নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে।
She is a good student.- সে একজন ভালো ছাত্র।

Adjective কাকে বলে?

যে শব্দ দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুন, সংখ্যা, অবস্থা, পরিমান ইত্যাদি বোঝায় সেই শব্দগুলিকে Adjective বলে। যেমন:- Nice, brave, deep, heavy, honest, beautiful, happy ইত্যাদি।
যেমনঃ-
        She is a beautiful girl.- তিনি একটি সুন্দরি মেয়ে।
        Mina is happy.- মিনা খুশি।

Verb কাকে বলে?

যে শব্দ দ্বারা কোন কাজ করা বোঝায় তাকে Verb বলে। যেমন:-Open, look, run, smile, read, see, play, eat, write, go, do ইত্যাদি।
যেমনঃ-
        We play football.-আমরা ফুটবল খেলি.
        He writes a letter.-তিনি একটি চিঠি লিখেছেন।

Adverb কাকে বলে?

যে শব্দ Adjective ও Verb এর গুন প্রকাশ করে বা বিশেষিত করে, তাকে Adverb বলে। যেমন:-After, again, more, very, before, never, now, almost, quite ইত্যাদি।
যেমনঃ-
        This is quite right.-এটি সম্পূর্ণ ঠিক।
        He walks slowly.-সে আস্তে হাঁটে।
        He walks very slowly.-সে খুব আস্তে হাঁটে।

Preposition কাকে বলে? 

Pre অর্থ ‘পূর্বে ’আর Position অর্থ ‘অবস্থান’। সুতারাং যে শব্দ কোন Noun বা Pronoun এর পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে একটি সম্পর্ক স্থাপন করে, তখন তাকে Preposition বলে। যেমন:-In, on, over,  above, by, to, with, at, under ইত্যাদি।
যেমনঃ-
        He went to school.-সে স্কুলে গিয়েছিল।
        The book is on the table.-বইটি টেবিলের উপর।

Conjunction কাকে বলে?

যে শব্দ একাধিক Word বা Sentence কে যুক্ত করে, তাকে Conjunction বলে। যেমন:-But, or, though, because, yet, as, lest, otherwise ইত্যাদি।
যেমনঃ-
        Ripa and Tisha are friends.-রিপা এবং তিশা বন্ধু।
        The man is poor but honest.-লোকটি গরিব কিন্তু সৎ।
        Do or die.-কর অথবা মর।

Interjection কাকে বলে?

যে শব্দ বিষাদ, দুঃখ, বিস্ময়, ঘৃনা, ভয় ইত্যাদি মনের আবেগ বা আকস্মিক ভাব প্রকাশ করে, তাকে Interjection বলে। যেমন:-Hurrah, Oh, Bravo, Aha, Look, Pish, Alas ইত্যাদি।
যেমনঃ-
        Alas! I am undone.- হায়! আমার সর্বনাশ হয়েছে।
        Hurrah! We have won the game.- বাহবা! আমরা খেলায় জিতেছি।
        Oh! What a beautiful bird.- আহ্! কী সুন্দর পাখি।

এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানান। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ‍Amarload.com এর সাথে থাকার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url