English Grammar বা ইংরেজি ব্যাকরণ কাকে বলে ? উহা কত প্রকার ও কি কি ?


হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনার সাবাই কেমন আছেন? আশা করি, সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে English Grammar সম্পর্কে বলবো এবং English Grammer কাকে বলে কত প্রকার ও কি কি এই সব বিষয়ে বিস্তারিত বলবো। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস।

English Grammar বা ইংরেজি ব্যাকরণ কাকে বলে ?

যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, তাকে English Grammar বা ইংরেজি ব্যাকরণ বলে।

English Grammar বা ব্যাকরণ কত প্রকার ও কি কি ?

English Grammar বা ইংরেজি ব্যাকরণ কে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে।

যথাঃ-
  1. Orthography (অর্থগ্রাফি)- বর্ণ শুদ্ধিকরণ।
  2. Etymology (এটিমলজি)- শব্দ বা পদ প্রকরণ।
  3. Syntax (সিনট্যাক্স)- বাক্য গঠন বা পদবিন্যাস প্রকরণ।
  4. Punctuation (পাঙ্কচুয়েশন)- বিরামচিহ্ন প্রকরণ।
  5. Prosody (প্রসডি)- ছন্দ্ব প্রকরণ। 
এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ‍Amarload.com এর সাথে থাকার জন্য। সাথে আপনি আরেকটি ব্লগ দেখতে পারেন rk raihan
Next Post
2 Comments
  • Unknown
    Unknown 21 December 2021 at 01:27

    Good

    • Amar Load
      Amar Load 3 January 2022 at 14:01

      Thanks for the comment. I hope I can give some better gifts.

Add Comment
comment url