Number (বচন) কাকে বলে? কত প্রকার ও কি কি?
হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা গ্রামারের Number (বচন) সম্পর্কে জানবো এবং Number (বচন) কাকে বলে? কত প্রকার ও কি কি? এই সব বিষয়ে আমরা বিস্তারিত জানবো। বন্ধুরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস।
Number (বচন) কাকে বলে?
সাধারণত Number বলতে সংখ্যাকে বুঝায়। Grammar এর ভাষায়,যা দ্বারা ব্যক্তি, বস্তু, বা প্রাণীর সংখ্যা বুঝায়, তাকে Number বলে।
যেমনঃ-
A pen, A man, An umbrella, Five dogs, Three books ইত্যাদি।
Number কত প্রকার ও কি কি?
Number দুই প্রকার।
যথাঃ-
- Singular Number (একবচন)
- Plural Number (বহুবচন)
Singular Number (একবচন) কাকে বলে?
যে শব্দ দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণী বুঝায়, তাকে Singular Numberবলে।
যেমনঃ-
Man, boy, book ইত্যাদি।
Plural Number (বহুবচন) কাকে বলে?
যে শব্দ দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায়, তাকে Plural Number বলে।
যেমনঃ-
Men, boys, books ইত্যাদি।
Singular Number-কে Plural Number করার নিয়মঃ
- সাধারণতঃ Singular Noun- এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয়।
Singular Plural
Book(বই) Books
Cow(গরু) Cows
Dog(কুকুর) Dogs
Boy(বালক) Boys
Girl(বালিকা) Girls
Student(ছাত্র) Students
2. Singular Noun এর শেষে s, sh, ch (চ এর মত উচ্চারণ), x ও z থাকলে এদের শেষে ‘es’ যোগ করে plural করতে হয়।
যেমনঃ-
Singular Plural
Bus(বাস) Buses
Box(বাক্স) Boxes
Ass(গাধা) Asses
Branch(শাখা) Branches
Bench(বেঞ্চ) Benches
Gas(গ্যাস) Gases
Glass(গ্লাস) Glasses
Note: কিন্তু ch এর উচ্চারণ ‘ক’ এর মত হলে Singular Noun এর শেষে ‘S’ যোগ করে Plural করতে হয়।যেমনঃ-
Singular Plural
Monarch(মনার্ক-সম্রাট) Monarchs
Stomach(স্টোমাক-পাকস্থলী) Stomachs
3. Singular Noun এর শেষে ‘y’ থাকলে এবং ঐ ‘y’ এর পূর্বে Consonant থাকলে ‘y’ এর স্থলে ‘i’ হয় এবং তারপর ‘es’ যোগ করে plural করতে হয়।
যেমনঃ-
Singular Plural
Baby(শিশু) Babies
Body(শরীর) Bodies
Story(গল্প) Stories
Country(দেশ) Countries
Army(সৈন্যদল) Armies
Fly(মাছি) Flies
Note: কিন্তু y এর পূর্বে Vowel থাকলে y এর কোন পরিবর্তন হয় না। শুধু s যোগ করে Plural করতে হয়। যেমন-
Singular Plural
Toy(খেলনা) Toys
Boy(বালক) Boys
Key(চাবি) Keys
Monkey(বানর) Monkeys
Day(দিন) Days
Play(নাটক) Plays
4. Singular Noun এর শেষে f বা fe থাকলে Plural করার সময় f বা fe এর স্থানে v এবং তারপর es যোগ করে Plural করতে হয়।
যেমনঃ-
Singular Plural
Calf(বাছুর) Calves
Knife(ছুরি) Knives
Thief(চোর) Thieves
Loaf(রুটি) Loaves
Wife(স্ত্রী) Wives
Wolf(বাঘ) Wolves
Half(অর্ধেক) Halves
কিন্তু Singular Noun এর শেষে যদি oof, ef, iff ইত্যাদি থাকে, তবে Plural করার সময় শুধু s যোগ করতে হয়।
যেমনঃ-
Singular Plural
Roof(ছাদ) Roofs
Proof(প্রমাণ) Proofs
Chief(প্রধান) Chiefs
Cliff(চূড়া) Cliffs
5. Singular Noun এর শেষে o থাকলে এবং o এর পূর্বে Consonant থাকলে es যোগ করে Plural করতে হয়।
যেমনঃ-
Singular Plural
Buffalo(মহিষ) Buffaloes
Cargo(মালবাহী জাহাজ) Cargoes
Potato(গোল আলু) Potatoes
Mango(আম) Mangoes
Hero(বীর) Heroes
কিন্তু O এর পূর্বে Vowel থাকলে শুধু s যোগ করে Plural করতে হয়। যেমন-
Singular Plural
Bamboo(বাঁশ) Bamboos
Cuckoo(কোকিল) Cuckoos
Studio(স্টুডিও) Studios
Note: নিম্নলিখিত Noun-গুলোর শেষে O এবং O এর পূর্বে Consonant থাকা সত্ত্বেও শুধু s যোগ করে Plural করতে হয়।
যেমনঃ-
Singular Plural
Photo(ফটো) Photos
Piano(বাদ্যযন্ত্র) Pianos
Radio(রেডিও) Radios
Canto(কাব্যের স্বর্গ) Cantos
নিম্নলিখিত Noun এর শেষে s বা es এর যে কোন একটি যোগ করে Plural করা যায়।
যেমনঃ-
Singular Plural
Mosquito(মশা) Mosquitos/Mosquitoes
Portico(বারান্দা) Porticos/Porticoes
Calico(সাদা সুতার কাপড়) Calicos/Calicoes
6. কতকগুলো Noun এর শুধু মাঝের Vowel পরিবর্তন করে Plural করতে হয়।
যেমনঃ-
Singular Plural
Man(মানুষ) Men
Woman(স্ত্রীলোক) Women
Foot(পা) Feet
Goose(রাজহাঁস) Geese
Mouse(ইঁদুর) Mice
Louse(উকুন) Lice
Tooth(দাঁত) Teeth
7. কতকগুলো Noun এর শেষে en, ren, ne যোগ করে Plural করতে হয়।
যেমনঃ-
Singular Plural
Ox(ষাড়) Oxen
Child(শিশু) Children
Brother(ভাই) Brethren / Brothers
8. Compound Noun এর শেষাংশ man হলে এবং তা মানুষ অর্থে ব্যবহৃত হলে man এর পরিবর্তে men ব্যবহার করে Plural করতে হয়।
যেমনঃ-
Singular Plural
Boatman(মাঝি) Boatmen
Fisherman(জেলে) Fishermen
Workman(কাজের লোক) Workmen
Milkman(গোয়ালা) Milkmen
Salesman(বিক্রেতা) Salesmen
কিন্তু man এর অর্থ মানুষ না হয়ে কেবল শব্দের অংশ হলে অথবা জাতি বা নাগরিক বুঝালে man এর সঙ্গে s যোগ করে Plural করতে হয়। যেমন-
Singular Plural
Mussalman(মুসলমান) Mussalmans
Brahaman(ব্রাহ্মণ) Brahmans
German(জার্মানের অধিবাসী) Germans
Norman(নিরমানের অধিবাসী) Normans
9. Compound word এর শেষে ful থাকলে এর শেষে s যোগ করে Plural করতে হয়। যেমন-
Singular Plural
Handful(একমুঠো) Handfuls
Mouthful(একগাল) Mouthfuls
Spoonful(একচামচ) Spoonfuls
10. দুই বা দুই এর অধিক শব্দ যোগে গঠিত Compound Noun এর Plural করতে হলে এর প্রধান অংশের সাথে s যোগ করতে হয়। যেমন-
Singular Plural
Brother-in-law(শ্যালক) Brothers-in-law
Father-in-law(শ্বশুর) Fathers-in-law
Commander-in-chief(সেনা প্রধান) Commanders-in-chief
Passer-by(পথিক) Passers-by
Step-brother(বৈমাত্রেয় ভাই) Step-brothers
Maid-servant(চাকরাণী) Maid-servants
Note: কিন্তু কতকগুলো Compound Noun এর প্রত্যেকটি অংশকে Plural করতে হয়। যেমন-
Singular Plural
Lord-justice(প্রধান বিচারপতি) Lords-justices
Man-servant(পুরুষ চাকর) Men-servants
Woman-servant(চাকরাণী) Woman-servants
11. Title বা ডিগ্রী এর সংক্ষিপ্ত অক্ষরের শেষে এবং letter ও figure শেষে Apostrophe (') যোগ করে Plural করতে হয়।
যেমনঃ-
Singular Plural
B. A. B.A's
M. A M. A's
t t's
I i's
five five's
তবে বর্তমানে title, letter ও figure কে Plural করতে s ব্যবহার করা হয়। Apostrophe(') ব্যবহার না করলেও চলে।
12. নিচের Noun-গুলোর Singular ও Plural রূপ একই হয়।
Deer(হরিণ), sheep(ভেড়া), Paisa(পয়সা), taka(টাকা), dozen(একডজন বা বারটি), gross(গ্রোস-বার ডজন), hundred(শত), এবং thousand(হাজার)।
উদাহরণঃ-
I saw ten sheep in the field.
He gave me two hundred taka.
13. নিচের Noun-গুলো আকারে Singular, কিন্তু এগুলো Plural এ ব্যবহৃত হয়ঃ
Cattle(গরুর পাল), gentry(ভদ্র সম্প্রদায়), folk(লোক), clergy(যাজক সম্প্রদায়), nobility(ভদ্র সম্প্রদায়), Public(জনসাধারণ), Peasantry(কৃষক সম্প্রদায়), Poultry(হাঁসমুরগি), People(ব্যক্তিবর্গ), Police(পুলিশ সমষ্টি) ইত্যাদি। উদাহরণঃ
Many cattle are grazing in the field.
The police are watching the house.
14. নিচের Noun-গুলো শুধু Singular- এ ব্যবহৃত হয়ঃ
Abuse(গালাগাল), alphabet(বর্ণমালা), expenditure(খরচপত্র), furniture(আসবাবপত্র), information(তথ্য), issue(সন্তানসন্ততি), machinery(যন্ত্রপাতি), scenery(দৃশ্য), poetry(কবিত, কাব্য) ইত্যাদি। উদাহরণঃ
He has sold all his furniture.
I gave him all the information.
I like the poetry of Nazrul.
The scenery of Chittagong is very charming.
15. Number of Pronouns.
Singular Plural
I We
His/Her Them
My Our
This These
Mine Ours
That Those
Me Us
It They
You You
Its Their
Yours Your
He/She They
বন্ধুরা, এই টপিক টি পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, এই টপিক এর ভিতর কোন কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করুন। আশা করি, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ Amarload.com এর সাথে থাকার জন্য।